সোমবার RRB NTPC-র আবেদনের স্ট্যাটাস নিজেদের অফিশিয়াল ওয়ꦜেবসাইটে প্রকাশ করল রেল রিক্রুটমেন্ট বোর্ড (RRB)ಌ।
যেসব প্রার্থীরা RRB NTPC নিয়োগের জন্য আবেদন করেছেন তাঁরা ২০১১-২০১৮ rrbonlinereg.co.in এ তাঁদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারব🌞েন। আবেদনটি গৃহীত হয়েছে বা প্রত্যাখ্যাত হয়েছে কি না. তা যাচাইয়ের লিঙ্কটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত RRB-এর ওয়েবসাইটগুলিতে থাকবে।
রেলওয়ে বোর্ড ২০২০ সালের ১৫ ডিসে💎ম্বর থেকে নিয়োগ পরীক্ষার জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) আয়োজন করবে, তবে পরীক্ষ🎀ার সম্পূর্ণ সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি।
RRB NTPC তে, বিচ্ছিন্ন ও মন্ত্রী স্তর ও স্তর -১ পদে মোট ১ লাখ, ৪০ হাজার এবং ৬৪০ টি শূন্যপদ পূরণে নিয়োগ করা হ﷽বে।
কীভাবে RRB NTPC আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করবেন:
• rrbonlinereg🍌.ℱco.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।
• হোমপেজে, Appౠ🦂lication Status লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।
• শহর নির্বাচন করুন।
• ডিসপ🃏্লে স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে।
• আপনার শংসাপত্র দিয়ে লগ ইন করুন।
• অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্ক্রিনে প্রদর্শিত হবে।