আগামিকাল শেষ হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শিক্ষানবীশ (অဣ্যাপ্রেন্টিস) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া। মোট ৬,১০০ পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে আবেদন করতে পারেন।
যোগ্যতা :
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। 🍌গত বছরের ৩১ অক্টোবর অনুযায়ী, আবেদন জানানোর ন্যূনতম বয়স ২০। সর্বোচ্চ ২৮ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে তফসিলি জাতি ও উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, বিশেষভাবে সক্ষম পও্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া :
অনলাইনে লিখিত পরীক্ষা হবে। জেনারেল ইংরেজি ছাড়া ইংরেজি এবং হিন্দিতে প্রশ্নপত্র মিলবে। অবজেকটিভ পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নম্বর কেটে নেওয়া হবে। আগামী মাসে হতে পারে অনলাইন পরীক্ষা। সেইসঙ্গে স্থানীয় ভাষায় দক্ষতা যাচাইয়ের জন্যও প💦রীক্ষা হবে।
আবেদন ফি
জেনারেল, অন্যান্য অনগ্রসর শ্রে𒈔ণি, আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা দিতে হবে। তফসিলি জাত𓃲ি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি
১) স💙্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যান।
২) ‘Careers’ সেকশনে যান।
৩) তারপর ‘Current Openings’-তে যান।
৪) 'Eng⛄agement of apprentices under the Apprentic☂es Act, 1961'-তে ক্লিক করুন।
৫) প্রয়োজনীয় তথ্য দিন।
৬) আবেদন ফি জমা দিন।
৭) আবেদনপত্র (অ্যাপ্লিকেশন ফর্ম) সাবমিট করুন।
আবেদনের ডিরেক্ট লিঙ্ক - ।