বছরে ১ কোটি টাকারও বেশি বেতন। এমনই অভাবনীয় প্যাকেজের চাকরি পেলেন আইআইটি পাটনার ৬ পড়ুয়া। গুগল এবং আমাজনের মতো বিখ্যাত সংস্থায় নতুন নিয়োগ পেয়েছেন তাঁরা। এ বছরের এটাই সবচেয়ে বেশি প্রি-প্লেসমেন্ট অফার।আইআইটি পাটনার এই বছরের প্লেসমেন্ট সিজনে সর্বকালের সেরা বেতন পাচ্ছেন পড়ুয়ারা। গুগল লন্ডনে আইআইটি পাটনার বিটেক কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়া ১.৩৭ কোটি টাকার বার্ষিক প্যাকেজ পেয়েছেন। একই ডিপার্টমেন্টের আরেক পড়ুয়াকে ১.৩১ কোটি টাকার প্যাকেজ দিয়েছে গুগল মিউনিখ। আমাজন বার্লিন আইআইটি পাটনার তিনজন পড়ুয়া ১.২০ কোটি টাকার বার্ষিক প্যাকেজ অফার করেছে। এর মধ্যে কম্পিউটার সায়েন্সের দুই জন, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন পড়ুয়া ছিলেন।এমনিতে লন্ডন, বার্লিন বা মিউনিখের মতো শহরে খরচ প্রচুর। সেখানে এক কামরার বাড়ি ভাড়াই মাসে ১ লক্ষ টাকার বেশি হতে পারে। তা সত্ত্বেও, সদ্য স্নাতক হয়েই এমন বিশাল অঙ্কের চাকরি পাওয়া সত্যিই অকল্পনীয়।আরেক আইআইটি পড়ুয়াও আমাজন লুক্সেমবার্গ থেকে এক কোটি টাকার প্যাকেজ পেয়েছেন। সংস্থার শর্তাবলীর কারণে পড়ুয়াদের নাম প্রকাশ করা হচ্ছে না।এই বছর ১৫৪টি কোম্পানি থেকে ৪১২টি চাকরির অফার পেয়েছেন আইআইটি পাটনার পড়ুয়ারাআইআইটি পাটনার বিবৃতি অনুসারে, মোট ১৫৪টি সংস্থা ২০২২ সালের ব্যাচের জন্য মোট ৪১২টি চাকরির প্রস্তাব দিয়েছে। এছাড়াও তালিকায় এক্সচেঞ্জার জাপান, আমাজন বার্লিন, গুগল মিউনিখ, আমাজন লুক্সেমবার্গ, স্কয়ার পয়েন্ট ক্যাপিটাল লন্ডন এবং গুগল লন্ডনের ১০টি আন্তর্জাতিক অফার রয়েছে।আগের শিক্ষাবর্ষের তুলনায় আইআইটি পাটনার প্লেসমেন্টের গড় প্যাকেজে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। বিটেকের গড় বেতন বেড়েছে ৬৮.৪৭%। ২০২১ সালে গড় বেতন ছিল ১৭.১৩ লক্ষ টাকা। সেটা ২০২২-এ বেড়ে ২৮.৮৬ লক্ষ টাকা হয়েছে।MTech-এর গড় বেতনও ২০২১ সালে ১২.২২ লক্ষ টাকা ছিল। ২০২২ সালে সেটা বেড়ে ১৪.৯৯ লক্ষ টাকা হয়েছে। চলতি বছর আইআইটি পাটনায় দেশের মধ্যে সর্বোচ্চ প্যাকেজ হল ৬১.৩০ লক্ষ টাকার। দ্বিতীয় স্থানে রয়েছে ৫৭.৪০ লক্ষ টাকা।