আগামী ২৫ মার্চ প্রকাশ হতে চলেছে SSC GD Constable Recruitment-এর নোটিফিকেশ꧅ন। বিজ্ঞপ্তি বের হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে ফর্ম ফিলআপের প্রক্রিয়া।অহেতুক টেনশন, সমস্যা এড়াতে শুরুর দিকেই ফর্ম ফিলআপ মিটিয়ে নেওয়া ভালো। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই মিলবে নোটিফিকেশন। লিঙ্ক : ।
নিয়োগ হবে, CRPF, CISF, BSF, ITBP, অসম রাইফেলস ও NIA-র আধাসেনা-কনস্টেবল (GD) পোস্টে। আধাসেনা সংক্রান্ত পোস্ট হওয়ায় এই পরীক্ষায় শারীরিক ফিটন🥀েস গুরুত্বপূর্ণ। তাই সময় থাকতে প্রস্তুতি শুরু করাই ভাল। শারীরিক ফিটনেসের পাশাপাশি অনলাইন পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হবে।
যোগ্যতা : মাꩵধ্যমিক/ সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
বয়সসীমা : ১৮ থেকে ২৩ বছর।
সিলে♐কশন প্রক্রিয়া : দুটি স্তরের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে।
প্রথম স্তরে হবে কম্পিউটার-ভিত্তিক সাধারণ অ্যাপটিটিউড-জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষা। প🌌্রশ্নের মান হবে দশম শ্রেণি স্তরের। ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও রিজনিং-এর উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।
দ্বিতীয় স্তরে হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা। আধাসেনা জাতীয় চাকরি হওয়ায় এটির গুরুত্ব অনেকটাই বেশি। তাই সময় থাকতে নিয়মিত দ্রুত গতিতে দৌড়, শারীরিক কসরতের প্রস্তুতি নিতে হবে। সাধারণত, সাড়ে ছ'মিনিটে দেড় কিলোমিটার দৌড়ের লক্ষ্য নিয়ে অভ্যেস করা যেতে পারে। দুটি পরীক্ষার নম্বরের ভඣিত্তিতেই চূড়ান্ত মেরিট লিস্ট বানানো হবে।