উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য কোন কোন স্কুলে শূন্যপদ আছে, সেই তালিকা প্রকাশ করা হল। কোন বিষয়ে, ক্যাটেগরিতে, কোন স্কুলে কতজনকে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ܫস্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই তালিকা দেখে উচ্চ প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়ায় ডাক পাওয়া প্রার্থীরা আগে থেকেই নিজেদের পছন্দের স্কুল বেছে নিতে পারবেন। তারপর কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ওই প্রার্থীরা।
কীভাবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের স্কুলের তালিকা দেখতে হবে?
১) প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ওভিস কমিশনের (Wꦉest Bengal School Service Commission) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকেই 'Link for downloading list ඣof schools for 1st Phase Counselling for 1st SLST(AT), 2016 for Upper-Primary Level'-র আছে। সেটার নীচেই ‘Click her💙e to Download List of Schools’ দেখতে পাবেন। ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পিডিএফ খুলে যাবে🤡। সেখানে যে যে স্কুলে শূন্যপদ আছে এবং কোন কোন স্কুলে 💛শিক্ষক নিয়োগ করা হবে, সেই তালিকা দেখতে পাবেন। বিষয়ের ভিত্তিতে সেই স্কুলের তালিকা দেখতে পাবেন প্রার্থীরা।
উচ্চ প্রাথমিকের নিয়োগের কাউন্সেলিংয়ের দিনক্ষণ
আগামী সোমবার (৬ নভেম্বর) থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। তারপর আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে কাউন্সেলিং। কমিশনের তরফে জানানো হয়েছে, সার্বিকভাবে ৬ নভꦬেম্বর, ৭ নভেম্বর, ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১০ নভেম্বর, ২২ নভেম্বর, ২৩ নভেম্বর, ২৪ নভেম্বর, ২৫ নভেম্বর, ২৮ নভেম্বর, ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর এবং ২ ডিসেম্বর কাউন্সেলিং হবে।
কীভাবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের কললেটার ডাউনলোড করতে হবে?
কাউন্সেলিংয়ের জন্য ইতিমধ্যে কললেটার প্রকাশ করেছ𝓰ে স্কুল সার্ভ🃏িস কমিশন (এসএসসি)। কোজাগরী লক্ষ্মীপুজোর পর সেই কললেটার প্রকাশ করা হয়েছে।কীভাবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের কললেটার ডাউনলোড করতে হবে, তা দেখে নিন -
১) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (West Bengal School Service Commission) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদেꩲর।
২) হোমপেজে 'Link for downloading intimation letter for attending the Counselling icw this office memo no. 1060 /6723(IV)/CSSC/ESTT/2023 Dated 18.10.2023 for 1st SLST(AT), 2016' লেখা আছে। সেটার নীচেই 'Click here to Downloa💝d In🥂timation Letter' ক্লিক করতে হবে।
৩) এক𝄹টি নয়া পেজ খুলে যাবে। 'Login Form' আছে। 'Roll N💫o' এবং 'Date of Birth [DD-MM-YYYY]' লিখতে হবে প্রার্থীদের। তারপর 'Login' করতে হবে। তারপর নিজেদের কললেটার ডাউনলোড করে পিতে পারবেন প্রার্থীরা।