🐷দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশ হলেও স্বস্তিতে নেই পড়ুয়ারা। JEE Main ও NEET পরীক্ষা নিয়ে বাড়ছে তাঁদের উদ্বেগ।
দীর্ঘ সময় ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যেমন কঠিন, তেমনই অনাদি কাল ধরে মনঃসংযোগ💦 স্থির রাখাও সমস্যার। এরই মধ্যে কলেজগুলি ডিজিটাল প্রক্রিয়ায় ভরতির ব্যবস্থা শুর𝔍ু করে দিয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে, না কি JEE Main ও NEET এর প্রস্তুতি চালিয়ে যাবে তাই নিয়ে বিভ্রান্ত।
করোনা সংক্রমণের কারণে আর্থিক সংকটের সম্মুখীন অনেক শিক্ষার্থীর পরিবার। তাঁদের পক্ষে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নে💖ওয়া ꦰকঠিন হয়ে পড়ছে।
দিন দিন শিক্ষার্থীদের উদ্꧋বেগ আরও বাড়ছে। একটি সন্দেহ দূর করার প্লাটফর্ম ব্রেইনলি তে গত বജছরের তুলনায় এ বছর প্রশ্নের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পড়াশুনোর থেকে শিক্ষার্থীদের বেশিরভাগ প্রশ্নই মানসিক সুস্থতা কেন্দ্রিক। শিক্ষার্থীরা পড়াশোনার অবিরাম লুপে পড়ে ধৈর্য্য হারাচ্ছে। বেশিরভাগ শিক্ষার্থী এ𓃲খন নিজেদের বাড়িতে আটকে রয়েছেন। JEE Main ও NEET এর দিন চূড়ান্ত না হওয়ায় তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তার পরিবর্তে গোটা বছর নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা।