বাংলা নিউজ > কর্মখালি > UGC Guideline on Mandatory Internship: স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ, এর জন্যে মিলবে মার্কস, বুঝে নিন UGC-র নিয়ম
জাতীয় শিক্ষা নীতির আওতায় স্নাতক স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সম্প্রতি এই নিয়ে একটি খসড়া গাইডলাইনও প্রকাশ করেছে ইউজিসি। সেই গাইডলাইন অনুযায়ী, ইন্টার্নশিপের জন্য কলেজ পড়ুয়ারা ক্রেডিট পয়েন্ট পাবেন। অর্থাৎ, এই ইন্টার্নশিপের সঙ্গে তাঁদের স্নাতকের মার্কস জড়িয়ে আছে। উল্লেখ্য, জাতীয় শিক্ষা নীতিতে গবেষণা ও ইন্টার্নশিপের ওপর জোর দেওয়া হয়েছিল। সেই মতোই এই নয়া গাইডলাইনের খসড়া প্রকাশ করেছে ইউজিসি। (আরও পড়ুন: কলকাতায় বাড়ছে চাকরি, প্🐷রমাণ - অফিস লিজের হিড়ি🍸ক, ভাঙতে পারে রেকর্ডও!)