হাতে বেশিক্ষণ পড়ে নেই। আজই UGC NET-র (২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের জুন সেশন) জন্য আবেদনের শেষদিন। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে🔯র (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইট -তে আবেদন করতে পারবেন।
কীভাবে UGC NET 2022-র জন্য আবেদন করবেন?
১) বিশ্ববিদ্যালয়𒆙 মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) ‘UGC NET December 2021 & June 2022 (merged cycles)🍒 has been made live’-তে ক্লিক করুন।
৩) 'UGC NET December 2021 &🦩; June 20👍22 (merged cycles)'-তে ক্লিক করুন।
৪) একটি বক্স আসবে। তাতে লেখা থাকবে, ‘You are being redirected to an external website. Please note that University Grant🅠s Commission (UGC)-NET cannot be held responsible for external websites content & privacy policies.’। সেখানে ‘Ok’-তে ক্লিক করুন।
৫) নয়া একটি পেজ খুলে যাবে। New Registr⛦ati🐲on-এ ক্লিক করুন।
৬) তাতে বিভিন্ন তথ্য থাকবে। পুরোটা পড়ার শেষে 'I have downloaded the Information Bulletin of UGC - NET December 2021 & June – 2♑022 Cycles, read and understood all the Instructions therein as ꧃well as those mentioned above, and will fill up the online Application Form for the UGC - NET December 2021 & June – 2022 Cycles accordingly'-র পাশে থাকা চেকবক্সে ক্লিক করে 'Click Here to Proceed'-তে ক্লিক করুন।
৭) তারপর বিভিন্ন তথ্য পূরণ করে ‘Submit’-এ ক্লিক করুন💎।
৮) রেজিস্ট্রেশন পর্যায়ের শে🌱ষে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। তা দিতে হবে। অ্যাপ্লিকেশন নম্বর এবং পাস🐭ওয়ার্ড অবশ্যই মনে করে রাখবেন।
৯) তারপর আবেদনের জ☂ন্য ক্লিক করতে হবে। সেখানে বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। নিজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
১০) তারপর ‘Submit’ করুন।
১১) ফি জমা দিন।
১২ ভবি♈ষ্যতের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলো💛ড করে রাখুন।