ইউজিসি 💜নেট ডিসেম্বরের আবেদনের সময় আরও বাড়ল। ন্যাশ🔯নাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) ডিসেম্বর ২০২৩ পরীক্ষার জন্য আবেদনের সময় সীমা বাড়াল এনটিএ । ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। ugcnet.nta.nic.in ৩১ অক্টোবর (রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত প্রার্থীরা পরীক্ষা ফি জমা দিতে পারবেন । প্রার্থীদের স্বার্থের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে এনটিয়ে বলে জানা গিয়েছে।
(আরও পড়ুন: আগামী বছর 'চাপ' কমতে পারে জয়েন্ট মেইন পরীক্ষা꧑য়, শীঘ্রই প্রকাশ হবে স♏িলেবাস)
স𓄧ংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফর্ম সংশোধন উইন্ডো আগামী ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর (রাত ১১টা ৫৯ মিনিট)পর্যন্ত খোলা থাকবে।
(আরও পড়ুন: আইটি সেক্টরে ইনক্রিমেন🧸্টে বড় ধাক্কা! কমতে পারে বেতন বৃদ্ধির 𝄹হার)
ꦕসংশোধনের আগে নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা ছিল ২৮ অক্টোবর পর্যন্ত এবং সংশোধন উইন্ডো খোলা ছিল ৩০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত । এখন এই সময় সীমা বাড়াল এনটিএ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অ্যা🥂ডমিট কার্ড ও ডিসেম্বরের শেষ সপ্তাহে ইউজিসি নেটের পরীক্ষার সিটি ইনফরমেশন স্লিপ প্রকাশ করতে পারে এনটিএ বলে আশা করা যাচ্ছে।
(আরও পড়ুন: প্রকাশি𓆏ত IBPS PO-র মেনসের অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন? কবে পরীক্ষা?)
আগামী ৬ থেকে ২২ ডিসেম্বরের মধ্꧟যে ইউজিসি নেট-এর পরীক্ষার দিন নির্বাচিত হতে পারে। বিস্তারিত সময়সূচী পরে প্রকাশ করা হবে।উত্তর পত্র এবং ফলাফল ঘোষণার তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। সাধারণ প্রার্থীদের জন্য ইউজিসি নেটের আবেদন ফি ১,১৫০ টাকা। সাধারণ-ইডব্লিউএস এবং ওবিসি-এনসিএল আবেদনকারীদের জন্য ফি ৬০০ টাকা।
(আরও পড়ুন: করোনার সময় রাস্তায় খোলেন ‘স্কুল’, বিশ্বের সে🔯রা দশে আসানসোলের 'রাস্তার শিক্ষক')
এসসি, এসটি, পিডব্লিউডি এবং তৃতীয় লিঙ্গ বিভাগের জন্য পরীক্ষার ফি ৩২৫ টাকা।এ ছাড়া অন্য যে কোনও সহায়তার জন্য, ▨প্রার্থীরা এনটিএর সাথে 011-40759000 /011 - 69227700 যোগাযোগ করতে পারেন বা [email protected] ইমেল করতে পারেন।