ইউজিসি ২০২৪ এর জুন সেশনের পরীক্ষার আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউজিসি বিশেষ লিঙ্কে জেনারেট করেছে, সেখানে ক্লিক করলে জুন সেশনের পরীক্ষায় আবেদন🦩 করা যাচ্ছে। কোন অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন করা যাবে, ও কোন লিঙ্কে ক্লিক করলে তা করা যাবে, দেখে নিন।
ইউজিসি নেট পরীক্ষা কবে?
ইউজিসি নেট ২০২৪ এর জুনের পরীক্ষা ১৬ তারিখ থেকে শুরু হবে। ১৬ জুন এই পরীক্ষা শুরু হতে চলেছে। তার আগে শুরু হয়ে গিয়েছে আবেদন জমার পর্ব। অনলাইনে এই আবেদন করা য🐲াবে। আগামী ১০ মে পর্যন্ত এই আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা গ্রহণ করবে। তবে তার আগে, ১৩ মে থেকে সময় রয়েছে যাতে আবেদনে কোনও গলতি থাকলে তা ঠিক করে নেওয়া যায়। ১৩ মে থেকে সেই ভুলচুক ঠিক করে নেওয়ার সময়। ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক করে নেওয়ার সময় রয়েছে।
কোন লিঙ্কে ক্লিক করে ফর্ম জমা হবে?
ইউজিসির অফিশিয়াল ওয়েবসাইট //ugcnet.nta.ac.in/ এ ক্লিক করে ফর্ম জমা দেওয়া যাবে। অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in এ গিয়ে ফর্ম জমা করার নিয়ম। জেনারেল কোটার পরীক্ষার্থীদের ফর্মের দাম ১,১৫০ টাকা, জেনারেল কোটায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ফর্মের দাম ৬০০ টাকা, পিছিয়ে পড়া শ্রেণি, 🌳এসসি, এসটি, সমলিঙ্গ পরীক্ষার্থীদের জন্য ফর্মের দাম ৩২৫ টাকা।
( Vastu Shastra Tips:বাড়িতে সারাক্ষণ রাগারাগি? বেﷺডরুম নিয়ে এই ভুল করছেন না তো! বাস্তুটিপস রইল)
পরীক্ষার্থীদের যোগ্যতা কী ?
এই পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীদের অবশ্যই ইউজিসি কর্তৃক স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে সার্টিফিকেট। এই বছর ইউজিসি নেট পরীক্ষা মোট ৮৩ টি বিষয়ে আয়োজিত হবে। যোগ্য হওয়ার জন্য, প🔜্রার্থীদের মাস্টার্স ডিগ্রিতꦦে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত বিভাগ বা কোটার প্রার্থীদের জন্য পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।