প্রকাশিত হল জুন/সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার অ্যাডমিট কার্📖ড। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) থেকে অ্যাডমিট কা﷽র্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিফটে ইউজিসি-নেট পরীক্ষা হবে। স🍷েজন্য বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রথম শিফটে পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের সময় দুপুর ৩ ট𒅌ে থেকে সন্ধ্যা ৬ টা। আর পরীক্ষা হবে ২৪, ২৫, ২৯ ও ৩০ সেপ্টেম্বর, ১, ৭, ৯, ১৭, ২১, ২২ ও ২৩ অক্টোবর এবং ৫ নভেম্বর।
পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। তারপর সাবমিট করতে হবে। যে প্রার্থীদের পরীক্ষা ২৪ এবং ২৫ সেপ্টেম্বর পড়েছে, তাঁদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। বাকি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশিত হবে 🍸বলে জানানো হয়েছে।
ইউজিসি-নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড (UGC NET Admit card 2020) ডাউনলোডের প্রক্রিয়া
১) অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) হোমপেজে ‘UGC NET admit card 2020' 🐭লিঙ্কে ক্লিক করুন।
৩) স্ক্রিনে নয়া পেজ খুলে যাবে।
৪) প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
৫) ইউজিসি-নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড (UGC NET Adไ🍎mit card 2020) দেখাবে।
৬) ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।