আগামী নভেম্বরে UGC NET পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। যে প্রার্থীরা এই পরীক্ষা দেবেন, তাঁদের সকলকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য ওয়েবসꦅাইটে যাওয়ার কথা বলা হয়েছে। আগামী ৪, ৫, ১১, ১২ ও ১৩ নভেম্বর UGC NET পরীক্ষার আযꦏ়োজন করেছে NTA।
করোনাভাইরাসের জেরে NTA এবার একাধিক দিনে পরীক্ষার আয়োজন কꦑরেছে। এখনও পর্যন্ত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সাতটি পৃথক দিনে UGC NET পরীক♔্ষা নেওয়া হয়েছে।
কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন:
• অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
• হোম পেজে 'Download admit cards for UGC NET 2020( for examination on Nov 4ꦰ, 5, 11, 12 and 13)' লিঙ্কে ক্লিক করতে হবে।
• স্ক্রিনে নতুন পেজ দেখা যাবে।
• যে স🅷মস্ত তꩵথ্য চাওয়া হবে, সেগুলি সাবমিট করতে হবে।
• স্ক্রিনে UGC NET 2020ৃ-র অ্যাডমিট কার্ড🧸 দেখা যাবে।
• অ্য♒াডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে হবে।