করোনাভাইরাস পরিস্থিতিতে ইতিমধ্যে বাতিল করা হয়েছিল পরীক্ষা। এবার একাধিক পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল🐎 ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
আরও পড়ুন : Covid-19: রান্নাঘরে হ্যꦓান্ড স্যানিটাইজার﷽ ব্যবহার করতে গিয়ে বিপত্তি, ঝলসে গেল মুখ, হাত
সোমবার এনটিএয়ের ✨তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, করোনা পরিস্থিতির জেরে পড়ুয়া ও অভিভাবকদের সমস্যায় পড়তে হচ্ছে। সেজন্য বিভিন্ন পরীক্ষার অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও সময়সূচির গুরুত্ব বোঝে এনটিএ। কিন্তু পড়ুয়া-সহ প্রত্যেক নাগরিকের সুস্থতার বিষয়ে একইরকম সচেতন এনটিএ।'
আরও পড়ুন : হ꧅োম কোয়ারেন্টাইনে? প্রতি ঘণ্টায় পাঠাতে হবে সেলফি!
পরীক্ষার পরিবর্তিত সূচি :
বিশেষ দ্রষ্টব্য : সবকটি পরীক্ষায় অনলাইন আবেদন জানানো যাবে সংশ্লিষ্ট পরীক্ষার আবেদন জানানোর শেষদিন বিকেল চারটে পর্যন্ত। একইভাবে ফি জমা দেওয়া যাবে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। আগামী ১৫ এপ্রিল পরিস্থিতি পর্যালোচনার পর অ্যাডমিট ডাউনলোড ও পরীক্ষার পরিবর্তিত দিন পরে🍷 ঘোষণা করা হবে।
আরও পড়ুন : COVID-19 Update: রাজ্যের করোনা আক্রান্ত আরও তিন, রয়েছে ভিনরাজ্যের য༺োগ?