Covid-19 অতিমারি নিয়ে পড়ুয়াদের অভিযোগ জমা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক সেল খোলার꧃ অনুরোধ জানাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।
সোমবার কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই বাবদ একটি নোটিশ। নির্দেশিকা অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণে প্রভাবিত পরীক্ষা ও শিক্ষা সংক্রান্ত পড়ু🧔য়াদের অভিযোগ জমা নিতে বিশেষ হেল্পলাইন নম্বর 011-23236374 চালু করা হয়েছে। সেই সঙ্গে ই মেলে অভিযোগ পাঠানোরꦏ জন্য মেল করতে হবে এই ই মেল অ্যাড্রেসে।
এ ছাড়াও পড়ুয়ারা তাঁদের অভিযোগ পাঠাতে পারেন অনলাইনে UGC-র নিজস্ব অভিযোগ গ্হণের পোর্টালের (Grievance Redressal Portal) নির্দিষ্ট বিভাগꦬে। পাশাপাশি, পড়ুয়া, শিক্ষক ও প্রতিষ্ঠানের বিবিধ সমস্যার সমাধানের উদ্দেশে এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে UGC।
কমিশনের তরফে সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষকে এই নোটিশ তাঁদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে ই মেল-এর মাধ্যমে নোটিশটি পড়ুয়া ও 𒁃ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদনও জানানো হয়েছে।