মা'কে জন্মদিনের সম্ভবত সেরা উপহার দিলেন লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির বংশিকা কোঠারি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৯৬ নম্বর (৯৯.২ শতাংশ) পেয়ে কলকাতায় সম্ভাব্য প্রথম হয়েছেন তিনি। এবার কেন্দ্রীয় বোর্ডের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা না হওয়ায় রাজ্যের মধ্যেও তিনি প্রথম হয়েছেন কিনা, ত🧸া এখনও স্পষ্ট নয়। কিন্তু কলা বিভাগের ছাত্রী বংশিকা যা নম্বর পেয়েছেন, তাতে সেই সম্ভাবনা যথেষ্ট বেশি। যিনি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে একজনও গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা করেছেন। স্কুলের পাশাপাশি বাড়িতে নিজেই পুরোটা প্রস্তুতি নিয়েছিলেন।
কীভাবে CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন বংশিকা?
বংশিকা জানান, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য স্কুল কর্তৃপক্ষের তরফে বিশেষ পদক্ষেপ করা হয়েছিল। সেইমতো প্রস্তুতি নিয়েছিলেন। কোনও গৃহশিক্ষক ছিল না। কোথায় কোথায়𓆉 আরও উন্ন🍎তির প্রয়োজন আছে, কোথায় কী ভুলভ্রান্তি হয়েছিল, সেগুলি স্কুল থেকেই শুধরে নিতেন বলে জানিয়েছেন লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির ছাত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সাধারণত দিনে তিন থেকে চার ঘণ্টা পড়তেন। আর বোর্ড পরীক্ষার আগে সেই সময়টা কিছুটা বাড়িয়েছিলেন বলে জানিয়েছেন লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির ছাত্রী।
কী হতে চান বংশিকা?
বংশিকা জানিয়েছেন যে ভবিষ্যতে ꧃সাংবাদিকতা নিয়ে পড়তে চান। তাৎপর্যপূর্ণভাবে এবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আইএসসিতে পশ্চিমবঙ্গে যিনি সম্ভাব্য প্রথম হয়েছেন, সেই রীতিশা বাগচিও জানিয়েছেন যে তিনি ভবিষ্যতে সাংবাদিক হতে চান। আপাতত ইতিহাস নিয়ে পড়তে চান জোকার বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী। তারপর সাংবাদিক হয়ে চান।
একনজরে CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট
আজ দ্বাদশ শ্রেণির বোর্ড🔜 পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কেন্দ্রীয় বোর্ড সিবিএসই। পাশের হার হল ৮৭.৯৮ শতাংশ। অঞ্চল-ভিত্তিক পাশের হারে প্রথম হয়েছে ত্রিবান্দ্রম (৯৯.৯১ শতাংশ)। দ্বিতীয় হয়েছে বিজয়ওয়াড়া (৯৯.০৪ শতাংশ)। তৃতীয় হয়েছে তামিলনাড়ুর চেন্নাই (৯৮.৪৭ শতাংশ)। চতুর্থ হয়েছ🌸ে কর্ণাটকের বেঙ্গালুরু (৯৬.৯৫ শতাংশ)।