সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দারুণ ফল করল সাউথ পয়েন্ট হাইস্কুল। এবার ৭.১৬ শতাংশ পড়ুয়া ৯৫ 𒉰শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। যা সার্বিক ফলাফলের থেকেও ভালো। কারণ সার্বিকভাবে ১.৬ শতাংশ পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। অন্যদিকে, ৯০ শতাংশ থেকে ৯৪.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ২১.৬৪ শতাংশ পড়ুয়া। তারইমধ্যে এবার ৯৮ শতাংশ নম্বর পেয়ে স্কুলের সর্বোচ্চ পেয়েছেন আফরিন মুন্সি। আর এবার সাউথ পয়েন্ট স্কুলের প্রথম তিনজনের মধ্যে সকলেই বিজ্ঞান🧜 বিভাগের পড়ুয়া। তারপরই অবশ্য কমার্স এবং হিউম্যানিটিজের পড়ুয়ারা আছেন। উল্লেখ্য, সিবিএসইয়ের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ না করা হওয়ায় পুরো দেশে সাউথ পয়েন্টের কোনও পড়ুয়া প্রথম দেশে আছেন কিনা, তা স্পষ্ট নয়।
CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সাউথ পয়েন্টের রেজাল্টের ইতিবৃত্ত
১) মোট ৫৭৩ জন পরীক্ষা দিয়েছিলেন।
২) ৯৫𝄹 শতাংশ বা✨ তার বেশি নম্বর পেয়েছেন ৪১ জন পড়ুয়া। যা শতাংশের বিচারে ৭.১৬।
৩) ৯০ শতাংশ থেকে ৯৪.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ১২৪ জন। অর্থাৎ ২১.৬৪ শতাংশ পড়ুয়া ৯০ শতা📖ংশ থেকে ৯৪.৮ শতাংশে🌺র মধ্যে নম্বর পেয়েছেন।
৪) ৮০ শতাংশ থেকে ৮৯.৮ শতাংশꦦের মধ্যে নম্বর পেয়েছেন সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া। সেই সংখ্যাটা হল ১৮৭ (৩২.✨৬৪ শতাংশ)।
৫) ৭৫ শতাংশ থেকে ৭৯.৮ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৭৬ জন পরীক্ষার্থী। যা শতা▨ংশের বিচারে ১৩.২৬ শতাংশ।
৬) ৫৪ জন পড়ুয়ার (৯.🌸৪২ শতাংশ) পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৭০ শতাংশ থেকে ৭৪.৮ শতাংশের মধ্যে আছে।
৭) ৪৯ জন💖 পড়ুয়া (৮.৫৫ শতাংশ) যে নম্বর পেয়েছেন, সেটা শতাংশের নিরিখে হিসাব করলে ৬৫ থেকে ৬৯.৮-র মধ্যে থাকবে।
৮) ৬৫ শতাংশের ꦗনীচে পেয়েছেন ৪২ জন পড়ুয়া (৭.৩৩ শতাংশ)।
৯) সার্বিকভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সাউ﷽থ 🎃পয়েন্ট স্কুলের গড় নম্বর হল ৮২.০২৬।
CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সাউথ পয়েন্টের টপারদের তালিকা
১) সাউথ পয়েন্ট থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন আফরিন মুন্সি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)। দ্বা♉দশ শ্রেণিতে তাঁর সায়েন্স ছিল।
২) দ্বিতীয় হয়েছে🍒ন ইশিতা ভট্টাচার্য। তিনি ৪৮৮ নম্বর পেয়েছেন। যা শতাংশের বিচারে ৯৭.৬। তাঁরও সায়েন্স ছিল।
৩) ইশিতার মতোই ৪৮৮ নম্বর পেয়েছেন ইকশিতা সাহ💛া (৯৭.৬ শতাংশ)। সায়েন্স ছিল তাঁর।
৪) তৃতীয় হয়েছেন প্রতনু চৌধুরী, তাঁর প্রাপ্ত ✅নম্বর ৪৮৭। অর্থাৎ ৯৭.৪ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁর সায়েন্স 🎶ছিল।
৫) প্রতনুর মতোই শুভায়ন আচার্য ৪৮৭ নম্বর পেয়েছেন (৯৭.৪ শতাং𒅌শ)। তাঁর সায়েন্স ছ💎িল।
ꦬ৬) স্বস্তিকা পাল, প্রাপ্ত নম্বর ৪৮৬ (৯৭.২ শতাংশ), কমার্স।
৭) জাগরী বিশ্বাস, প্রাপ্ত নম্বর ৪৮৬ (৯৭.২ শতাংশ), হিউম্যানিটিজ।&nbꦜsp;
৮) দীপান্বিতা দাস, প্রাপ্ত নম্বর ৪৮৪ (৯৬.৮ শতাংশ), ক🃏মার্স।
৯) জয়াশিস সরকার, প্রাপ্ত নম্বর ৪🧜৮৪ (৯৬.৮ শতাংশ), হিউম্যানিটিজ।
১০) সৌম🌸্যদীপ দাস, প্রাপ্ত নম্বর ৪৮৪ (৯৬.৮ শতাংশ), সায়েন্স।
🌸♏১১) সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৪৮৪ (৯৬.৮ শতাংশ), সায়েন্স।
১২) অদ্বিতীয়া বল, প্রাপ্ত নম্বর ৪৮৪ (৯৬.৮༒ শতাংশ), সায়েন্স।