লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগে অনুমোদন দিল মন্ত্রিসভা। সব মিলিয়🃏ে প্রায় দেড় হাজার পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে দমকল দফতরে এক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ নিয়ে সিদ্ধান্ত আগেই হয়েছিল। বুধবার মন্ত্রিসভা সেই সিদ্ধান্তে ছাড়পত্র দেয়। এত🧸 সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্তে খুশি বেকার যুবক যুবতীরা। দমকল ছাড়াও ভূমি দফতর এবং মেডিক্যাল কলেজ এবং ল্যাবরেটিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:𝓡৪৮৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
সূত্রের খবর, দমকল দফতরে দীর্ঘদিন ধরেই কর্মী ঘাটতি রয়েছে। তাই সেখানে এক হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হব🐬ে। মাধ্যমিক পাশরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, দমকল দফতরে বিভিন্ন অপারেটর পদে তিন হাজার শূন্যপদ রয়েছে। তার প্রথম ধাপ হিসাജবে এক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। এর পাশাপাশি ভূমি দফতরের জেলা, মহকুমা এবং ব্লক স্তরেও কর্মী নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে ভূমি–দলিল কম্পিউটারে নথিভুক্ত করার কাজ চলছে। কিন্তু, এরজন্য পর্যাপ্ত কর্মী সংখ্যার অভাব রয়েছে। এর অভাবে কাজ ধীর গতিতে হচ্ছে। তাই এর জন্য এই দফতরে চুক্তির ভিত্তিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করা হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরিকাঠামোকে আরও উন্নত করতে দার্জিলিংয়ের পেডিয়াট্রিক মেডিসিন বিভাগ ২৬ টি নতুন তৈরি করা হব🌸ে। সেখানে ৫ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করার পাশাপাশি ২০ জন স্টাফ নার্স এবং পরীক্ষাগারে একজনকে নিয়োগ করা হবে। এছাড়া,♏ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৪০টি ক্রিটিক্যাল শয়্যাও তৈরি হবে। এরজন্য প্রয়োজনীয় শূন্যপদে নিয়োগ করা হবে। পাশাপাশি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হোমিওপ্যাথিক ডিসপেনসরিতে ২৯টি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। তার জন্য আগে এই পদ তৈরি করা হচ্ছে।
এছাড়া, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করে সেখানে চা বাগান শ্রমিকদের উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ম🅺ন্ত্রিসভা। জানা গিয়েছে, চা সুন্দরী প্রকল্পের আওতায় চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে। তাতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন যা শ্রমিকরা। সেখানে তারা বাড়ি তৈরি করতে পারবেন। এছাড়া, পঞ্চায়েত স্তরে জেলা ইঞ্জিনিয়ারদের কাজের মূল্যায়ন করার পাশাপাশি তাঁদের বদলির নীতি এবার তৈরি করা হবে।