আগামিকাল (১৯ মে) প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারপর বেলা ১২ টা অনলাইনে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর দেখতে পাবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে প♔াবে পড়ুয়ারা। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-তেও মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।
কীভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে হবে?
১) পশ্চি♐মবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -ত☂ে যেতে হবে।
২) ওয়েবসাইট খুললেই ‘West Bengal Board o🍎f Secondary Exam. Resu🐻lts - 2023’ লিঙ্ক দেখা যাবে। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে 'Madhyamik Pariksha (SE) Resu🐬lts- Year 2023' থাকবে। সেটার নীচেই থাকবে রোল নম্বর এবং জন্মতারিখ লেখার জ🎶ায়গা। সেই তথ্য দিতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) তারপরই♔ সংশ্লিষ্ট পড়ুয়ার মাধ্যমিকের রেজাল্ট ভেসে উঠবে স্ক্রিনে। কোন বিষয়ে কত নম্বর পেয়েছে🐈, কোন গ্রেড পেয়েছে, মোট কত নম্বর পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য দেখা যাবে।
কীভাবে HT Bangla থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট pbv88casino.cc-তে যেতে হবে।
২) হোমপেজেই ‘মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 10th Class Result)’ থাকবে। সেখানে রোল নম্বর ও অন্যান্য 🍷প্রয়োজনীয় তথ্য 🌠দিতে হবে। ‘ক্লিক করুন’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।