আগামী সপ্🐼তাহে সম্ভবত ১২ অগস্ট থেকে WBJEE 2020 উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কাউন্সেলিং শুরু🎉 হবে। করোনার কারণে এবার কাউন্সেলিং হবে অনলাইনে।
আজ বেলা ১টায় পরীক্ষার ফল ঘোষণার সময় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান জানান, এবার কাউন্সেলিং൲ পদ্ধতি নতুন ভাবে পুনর্গঠিত করা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚোর্ড, উচ্চশিক্ষা দফতর, বিশেষজ্ঞরা লাগাতার পরিশ্রম করে এই কঠিন কাজ সম্ভব করেছেন বলে জানিয়েছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিশ্র।
বোর্ডের তরফে বলা হয়েছে, এবার কাউন্সেলিং হবে সম্পূর্ণ অনলাইনে 🦩এবং ডিসটেন্স মোডে। প্রার্থীরা ঘরে বসেই সমস্ত কাজ সারতে পারবেন। এ জন্য বাইরে কোথাও যেতে হবে না।
এবার কাউন্সেলিং-এর জন্য কোনও রেজিস্ট্রেশন ফি লাগবে না। রেজিস্ট্রেশন, ডকুমেন্ট আপলোড সবটাই করা যাবে সম্💧পূর্ণ বিনামূল্যে।
এখনও JEE মেন পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। বো💟র্ডের তরফে বলা হয়েছে, JEE মেন পরীক্ষার ফল প্রকাশিত হলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য আর একটা কাউন্সেলিং হবে।
রাজ্যজুড়ে থাকা প্রায় ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের(CSC) মাধ্যমে অনলাইন কাউন্সেলিংয়-এ অংশগ্রহণ করতে পারবেন ছাত্রছাত্রীর﷽া। শিক্ষার্থীরা বাড়ির ক🐬াছাকাছি CSC থেকে কাউন্সেলিং-এ অংশ নিতে পারবেন।