West Bengal Joint Entrance Exam for Computer Application সংক্ষেপে WBJEE JECA। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড এই রাজ্যস্তরের প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করে। মাস্টার টু কম্পিউটার অ্যাপলিকেশন প্রোগ্রামে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করা হয়। রাজ্য়ের বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই এমসিএ -র কোর্স পড়ানো হয়।বছর একবার জেকা পরীক্ষা হয়। মোটামুটিভাবে জুলাই মাসে এই পরীক্ষা হয়।বেসিক কম্পিউটার অ্যাপলিকেশন নিয়ে ১০০টা মতো প্রশ্ন থাকে।তবে এবার JECA কাউন্সেলিং রাউন্ড ১এর কাউন্সেলিং সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। wbjeeb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারেন।JECA Counselling Round 1 Seat Allotment ফলাফল প্রকাশিত হল। সেটা দেখবেন কীভাবে সেটা ধাপে ধাপে জেনে নিন।১) প্রথমেই wbjeeb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারেন।২) সেখানে রোল নম্বর, পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করুন।৩) এরপরই জেকার রাউন্ড ১ এর আসন সংক্রান্ত বিষয়গুলি দেখতে পাবেন।৪) রেজাল্ট দেখ সেটা পিডিএফ করে রেখে দিতে পারেন।এদিকে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফর্ম, জেকার ২০২৩ এর Rank Card, দশম শ্রেণির মার্কশিট, দ্বাদশ শ্রেণির মার্কশিট, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জন্ম সংক্রান্ত শংসাপত্র, সরকারি আইডির প্রমাণপত্র লাগবে। এছাড়াও প্রয়োজন হলে বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেটও লাগতে পারে। ক্যাটাগরি সার্টিফিকেটও লাগে।যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তবে প্রয়োজনীয় ফিও দিতে হবে।তবে রাউন্ড ১ এর যারা জায়গা পাবেন না তাঁদের জন্য থাকছে রাউন্ড ২। রাউন্ড ১ এর জন্য় আসন পেতে প্রয়োজনীয় ফি দেওয়ার পরেও ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে প্রথম দফায় সিট না পেলে পরের দফায় আসনের জন্য আবেদন করতে পারেন।