প্রকাশিত হল প🍬শ্চিম🌸বঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার উত্তরমালা (answer key)। যাঁরা পরীক্ষায় বসেছিলেন, তাঁরা //pscwbapplication.in/ থেকে সেই অ্যানসার কি ডাউনলোড করতে পারবেন।
গত ২৫ জানুয়ারি দুটি সেশনে ক্লার্কশিপ পরীক্ষা হয়꧋েছিল। পরীক্ষার ১২ দিনের মাথায় Ans🧜wer Key প্রকাশিত হল।
কীভাবে ডাউনলোড করবেন?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসি🐲য়াল ওয়েবসাইটে (//pscwbapplication.in/) যান।
২) 'ANSWER KEY OF🔴 CLERKSHIP EXAMINATION (PRELI.), 2019'-কে ক্লিক করুন।
৩) একটি খুলে যাবে।
৪) প্রিন্ট আউট নিয়ে ভবিষ্যতের জন্য রেখে দিন।
অ্যানসার কি নিয়ে কোনও আপত্তি থাকলে তা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জানানো যাব🔯ে। পরবর্তী সাতদিন পর্যন্ত সেই সুযোগ থাকবে। www.pscwbapplication.in ও //wbpsc.gov.in-এর 'Answer Key Response'-তে গিয়ে আপত্তি জানাতে হবে। তবে নির্দিষ্ট সময়ের পরে কোনও উত্তর নিয়ে আপত্তি তুললে তা গ্রাহ্য হবে না