গ্রুপ 'ডি' পদে নিয়োগের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের হꦏ্যান্ডিক্রাফ্টস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 'গ্রুপ ডি জুনিয়র অ্যাসিসট্যান্ট' থেকে শুরু করে বেশ কিছু পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসুন, এই চাকরির বিষয়ে এক নজরে দেনে নেওয়া যাক।
গ্রুপ ডি প্যাকেজিং ও বিয়ারিং
নাম👍 থেকেই ꦡবোঝা যাচ্ছে, প্যাকেজিং ও বিয়ারিংয়ের কাজে নিযুক্ত করা হবে কর্মীদের।
- মোট শূন্যপদ : মোট ৮ টি পদে কর্মী নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের বেসিক জ্ঞানটুকু থাকা প্রয়োজন।
- বেতন: মাসে ১৩,৫০০ টাকা বেতন মিলবে।
আরও পড়ুন: RRBꦫ NTPC-র রেজাল্ট কবে? প্রথমবার সূচি ঘোষণা রেলের, চাকরি পাবেন ৩৫,২৮১ জন
জুনিয়র অ্যাসিসট্যান্ট কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার
- মোট শূন্যপদ : মাত্র ১ জন কর্মী নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এর পাশাপাশি এর আগে এমন কাজের অভিজ্ঞতা থাকলে তাঁরা অগ্রাধিকার পাবেন। কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।
- বেতন: মাসে ১৫,৫০০ টাকা বেতন মিলবে।
জুনিয়র ক্য়াটেগরি ম্যানেজার, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার-২
- মোট শূন্যপদ : মোট ৮ জন কর্মী নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ হতে হবে। এর পাশাপাশি এই ধরনের কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন: মাসে ২৪ হাজার টাকা।
জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আবেদন সারতে হবে।
কীভাবে যোগ্য প্রার্থী নির্বাচন হবে?
লিখিত💟 পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের ম🎐াধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।