করোনাভাইরাস পরিস্থিতির জেরে রাজ্য ও জাতীয় স্তরের একাধিক পর🏅ীক্ষা বাতিল হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা।
আরও পড়ুন : UPSC C🍸ivil Services Exam: করোনা পরিস্থিতিতে স্থগিত UPSC-এর পার্সোনালিটি টেস্ট
শুক্রবার পিএসসি-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, করোনা পরিস্꧃থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কমিশনের সব লিখিত পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। এছাড়াও দমকল ও আপৎকালীন প൲রিষেবা দফতরের (ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস) শারীরিক পরীক্ষাও আগামী ২৩ মার্চ থেকে স্থগিত রাখা হবে।
পরীক্ষার নয়া সূচি অবশ্য জানানো হয়নি। পরবর্তীতে তা ঘোষণা কর🌜া হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য প্রার্থীদের নিয়মিত পিএসসি-র দেখার পরাম𝔍র্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,ಞ করোনার বাড়বাড়ন্তের কারণে একাধিক বোর্ড পরীক্ষা-সহ আইআইটির প্রবেশিকা জেইই(মেন) পিছিয়ে দেওয়া হয়েছে। একই কারণে পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ) পিছিয়ে দিয়েছে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।