বাবা মা কর্মরত? সন্তানেরা পরবর্তীকালে অপরাধজগতে জড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কার কথাই শোনালেন ব্র🌺িটেনের পার্লামেন্ট সদস্য নিক ফ্লেচার। পার্লামেন্টের হাউস অফ কমনসে বাজেট সংক্রান্ত আলোচনা চলাকালীন কনজারভেটিভ পার্টির সদস্য নিক এমন মন্তব্য করেন। সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, নিক বলেন, সন্তান প্রতিপালনের ব্যাপারে বাবামায়েদের আরও বিকল্প দেও🌱য়া উচিত।
আরও পড়ুন: চোখে পারফিউম ঢুকে গিয়েছে? এই টোটকা জানলে চটজলদি কমবে চোখ জ্বালা
আরও পড়ুন: প্রশ্নই বোঝা যাচ্ছে না! শেষে সাদা খাতাই জমা সাঁওতাল ভাষার পড়ুয়াদের
এই দিন নিক চ্যান্সেলরের একটি বিশেষ বরাদ্দ নিয়ে প্রতিবাদও করেন। বিনামূল্যে সন্তান প্রতিপালনের একটি বরাদ্দের প্রতিবাদ করে নিক বলেন, এই চার বিলিয়ন ডলার অন্যভাবে কাজে লাগানো উচিত। বরং বাবা মায়েদের এই বরাদ্দ দেওয়া হোক, যাতে তারা কিছু দিন বাড়ি থেকে সন্তানের দেখভাল করতে পারেন। এই দিন নিক বলেন, কর্মরত মা-বাবাদের সন্তানের সঙ্গে বেশি সময় কাটানো উচিত। যেই সময় তারা তরুণ সেই সময়ই এই যত্ন দরকার। নয়তো সন্তানদের দেখতে পাবেন স্কুলের প্রধান শিক্ষকের ঘরে, কোনও সমাজকর্মীর কাছে অথবা পুলিশ বা বিচারকের সামনে। স্বাভাবিকভাবেই এমপি নিক বাবামায়ের ব্যস্ততা🌠কে নিশানা করেন। সন্তান প্রতিপালনে তাদের ভূমিকার কথাই বুঝিয়ে দিতে এমন প্রসঙ্গ টেনে আনেন।
আরও পড়ুন: চিরতরে পালাবে ইঁদুর, এই ঘরোয়া টোটকাগুলি জানলে আর চিন্তা নেই
আরও পড়ুন: ‘গোমূত্রেই সারে ক্যানসার, অ্যালোপাথিতে কিচ্ছু হয় না’ রামদেবের দাবি ভাইরাল
ব্রিটিশ পার্লামেন্টের বাজেট আলোচনার মাঝেই নিক জানান, তিনি একজন সোশ্যাল কনজারভেটিভ। তিনি বিশ্বাস করেন, একটি শিশুকে দেখভালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হল তার বাবা মা, হয়তো বা তার দাদু ๊দিদা, ঠাকুমা ঠাকুর্দাও, মোট কথা তার পরিবার। পরিবারের গুরুত্ব বোঝানোর পর অবশ্য কাজের গুরুত্বের কথাও স্বীকার করে নিন নিক ফ্লেচার। নিক জানান, তিনি বুঝতে পারেন, কিছু ক্ষেত্রে কাজের সঙ্গে মানিয়ে নিয়ে সন্তানকে সময় দেওয়া সত্যি কঠিন। কারও ক🍨ারও যে ইচ্ছে থাকলেও উপায় নেই, সে কথাও এই দিন মেনে নেন কনজারভেটিভ পার্টির সদস্য নিক। তবে শেষ পর্যন্ত বাবামায়ের ভূমিকাকেই বেশি গুরুত্ব দেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক