ঠিক একবꦚছর আগে এই দিনটিতেই থেমে গিয়েছল টিম ইন্ডিয়ার স্বপ্নের দৌড়। কোটি কোটি ভারতীয় সমর্থকদের স্বপ্ন ভেঙেছিল আজক🅷ের দিনে। শেষ হার্ডলে আটকে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ২০২৩ সালের ১৯ নভেম্বর আমদাবাদে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ট্রফি অধরা থেকে যায় ভারতীয় ক্রিকেট দলের।
অথচ ফাইনালের আগে 🙈পর্যন্ত টিম ইন্ডিয়া টুর্নামেন্টে অপরাজিত ছিল। তারা টানা ১০ ম্যাচ জিতে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয়। এমনকি গ্রুপ লিগে অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে পরাজিত করে টিম ইন্ডিয়া। তবে খেই হারায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে। খোলস ছেড়ে বেরোতে না পারার মাশুল দিতে হয় ভারতীয় ক্রিকেটারদের।
কী ঘটেছিল ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে
আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তবে ভয়ডরহীন ক্রিকেট উপহারඣ দিতে পারেননি ভারতীয় ব্যাটাররা। টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রান তুলে অল-আউট হয়ে যায়।
১০৭ বলে ৬৬ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন লোকেশ রাহুল। তিনি মোটে ১টি চার মারেন। ৬৩ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি। তিনি ৪টি চার মারেন। ৩১ বলে ৪৭ রান ꦏকরেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। সূর্যকুমার যাদব ১৮ ও কুলদীপ যাদব ১০ রানের সংক্ষিপ্ত ꦑযোগদান রাখেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৫ রানে ৩টি উইকেট 🥀নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট দখল করেন জোশ হেজেলউড ও প্যাট কামিন্স। ১টি করে উইকেট পকেটে পোরেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪১ রান তুলে ম্🦹যাচ জিতে যায়। ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় অজিরা। ভারতকে থেকে যেতে হয় রা🅘নার্স হয়ে। বিশ্বকাপ হাতছাড়া করে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের।
অজিদের হয়ে ১২০ বলে ১৩৭ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন ট্র্যাভিস হেড। তিনি ১৫টি চার ও ৪টি ছক্কা মারেন। ১১০ বলে ৫৮ রান করেন মার্নাস ল্যাবুশান। তিনি ৪টি চার মারেন। ১টি চার ও ౠ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৫ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন মিচেল মার্শ।
আরও পড়ুন:- IPL 2025-এর মেগা নিলামের আগেই মুম্বইয়ের হেড কো🍒চক♛ে জালে তুলল RCB, কোন ভূমিকায়?
ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৪৩ রানে ২টি উইকেট🌸 নেন। ১টি করে উইকেট সংগ্রহ করেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন ট্র্যাভিস হেড। সাকুল্যে ৭৬৫ রানﷺ করে টুর্নামেন্টের সেরা হন বিরাট কোহলি।