শুরু হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আইসিসি টি২০ বিশ্বকাপ। আর প্রথম দিনেই কানাডাকে উড়িয়ে জয় দিয়ে অভিযান শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও ২ ওভার ২ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। গতবছর থেকেই ক্রিকেটের ব্যাপক প্রসারের জন্য পেশাদার ক্রিকেট লিগে চালু হয়েছে মার্কিন মুলুকে। মেজর লিগ ক্রিকেটে দল কিনেছে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। সেই সঙ্গে স♉ঙ্গেই এমএলসিতে আগমন হয়েছে দেশ বিদেশের তারকাদ♛ের। ফলে মেজর লিগ ক্রিকেটে খেলা বহু তারকাকেই দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি২০ বিশ্বকাপের মঞ্চে।
আরও পড়ুন-ভিডিয়ো, এলেন,দেখলেন,এক হাতে ছয় মারলেন,দলকে জেতালেন… প্রত♔🤡্যাবর্তনেই সুপারহিট ঋষভ পন্ত
আইসিসির এ𒊎ই ক্ষুদ্ধ ফরম্যাটের বিশ্বকাপে, মেজর লিগ সক🎃ারের বিভিন্ন দলে খেলা মোট ৪৫ জন ক্রিকেটার অংশ নিতে চলেছে নিজেদের দেশের হয়ে। দেশি-বিদেশি মিলে এত সংখ্যাক খেলোয়াড় অংশ নেওয়ায় এমএলসির চাকচিক্য যে বাড়ল, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। বরং আয়োজকরা আশায় রয়েছেন, ভবিষ্যৎ-এ ক্রিকেটের প্রতি আরও ভালোবাসা বাড়বে মার্কিনদের।
আরও পড়ুন-১০ বছরে টানা ৬টি নির্বাচনে হার… রাজনীতির ময়দানে লজ্জার রেকর্✤ড ভাইচুং ভুটিয়াℱর
ইতিমধ্যেই বিশ্বের বড় লিগের তকমা পেয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ। মেজর লিগ ক্রিকেটকে খোদ স্বীকৃতি দিয়েছে আꦚইসিসি। ফলে সেখানে বিদেশি ক্রিকেটার আসার ঢল লেগেছে। আর্থিক দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র ভালো জায়গায় থাকায়, বহু ক্রিকেটারই এই লিগে অংশ নিতে মুখিয়ে থাকেন। এবার সেই লিগেরই তারকারা খেলতে নামছেন🍬 আইসিসি টি২০ বিশ্বকাপে। সেই তালিকায় রয়েছেন কোরে অ্যান্ডারসন, হরিস রাউফ, অ্যারন জোনস, ইয়াসির মহম্মদের মতো খেলোয়াড়রা। এছাড়াও রয়েছেন এমআই নিউ ইয়র্কে খেলা নিকোলাস পুরান, রশিদ খানরা। তাঁরাও নিজেদের দেশের হয়ে টি২০ বিশ্বকাপে মাঠে নামতে চলেছে, যার জেরে সেদেশের লিগের জৌলুশ আরও বাড়বে।
আরও পড়ুন-রিয়ালের জন্য ট্রফি নিয়ে আসলেন জিনেদিন🦩 জিদান, নষ্টালজিয়ায় ভাসল ওয়েম্বলি স্টেডিয়াম
এমএলসিতে তারকা ক্রিকেটারের অভাব নেই। মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের কেনা ফ্র্যাঞ্চাজির হয়ে এমএলসিতে খেলেন কাজিসো রাবাদা, অনরিখ নরকিয়া, ট্রেন্ট বোল্ট, রোমারিও শেপার্ড, মিচেল স্যান্টনার, আইদেন মার্করাম, জ্যাসন রয়, অ্যাডাম জাম্পার মতো তারকারা। আইপিএলে খেলা এত তারকা সেদেশের লিগে খেলায়, প্রথম বছরেই সুপারহিট হয় মেজর লিগ সকার। দেশের মাটিতে আইসিসি টি২০ বিশ্বকাপ শেষ হলেই এমএলসির দ্বিতীয় সংস্করণ আয়োজন কর🌳তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহেই। তাঁর আগে নিজেদের দেশের ভালো পারফরমেন্স দেখার জন্য মুখিয়ে রয়েছে মার্কিন ক্রিকেটপ্রেমীরা।