ধরুণ আপনি বিমানে করে কোথাও যাচ্ছেন আপনি আপনার নিজের সিটেও বসে গিয়েছেন। হঠাৎ করে আপনি দেখলেন ঠিক পাশের আসনেই বসে রয়েছে মহেন্দ্র সিং ধোনি! তাহলে আপনার মনে কি হতে পারে? অবশ্য൲ই আপনি তাঁর সঙ্গে একটি ছবি বা সেলফি তুলতেই চাইবেন। এমনটা অস্বাভাবিক কিছুই নয়। কারণ তিনি মহেন্দ্র সিং ধোনি। তাঁকে চেনে না এমন কেউ নেই। ক্যাপ্টেন কুলকে দেখতে অনেক দূরদূরান্ত থেকে ভক্তরা হাজির হন তাঁর বাড়ির বাইরে। সে যদি আপনার পাশের আসনটিতেই বসে তাহলে ঠিক কী পরিস্থিতি হতে পারে তা বলার অপ♚েক্ষা রাখে না।
এমনই এক পরিস্থিতির মধ্যে পড়েন। মুম্বই থেকে রাঁচি ফিরছেন মহꦜেন্দ্র সিং ধোনি। সেই বিমানেই টিকিট ছিল রাঁচির এক বাসিন্দা চন্দন সিনহার। শেষ মুহূর্তে ধেౠানির সিট নম্বরটি পরিবর্তন হয়ে যায়। সেই ভক্ত হয়তো জানতেনও না তাঁর জন্য বড় কিছু অপেক্ষা করে রয়েছে। বিমানে উঠে নিজের আসনের বসেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। দেখেন তাঁর পাশে দাঁড়িয়ে ক্যাপ্টেন কুল। কী করবেন বুঝেই উঠতে পারছিলেন না তিনি।
তবে প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সেলফি নিতে ভোলেননি সেই ভক্ত। ধোনির সঙ্গে নেওয়া সেই সেলফি ইনস্টাগ্রামেও দেন চন্দন সিনহা। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'তাঁর বাড়ি এক কিলোমিটারেরও কম যেখানে আমি ২০ বছর ধরে থাকতাম। আমাদের শহরের গর্ব। তাঁর খেলার একজন বিশাল ভক্ত, তবুও কখনও তাঁর সঙ্গে দেখা হয়নি। কিন্তু ঈশ্বর সব পরিকল্পনা করে রেখেছিলেন। কে জানত যে শেষ মিনিটের 𓃲আসনটি শেষ থেকে দ্বিতীয় সারিতে পরিবর্তন করা আমার ভক্ত জীবনের সেরা আড়াই ঘন্টা হয়ে উঠবে।'
তিনি আরও বলেন, 'আমি আমার সিটে বসেই ছিলাম তখনই চেনা কন্ঠস্বর শুনতে পাই। যে আমাকে তাঁর জানালার সিটে যেতে দিতে বলছে। তাকিয়ে দেখি মাহি ভাই আমার সামনে দাঁড়িয়ে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সঙ্গে। অবাক হয়ে যাই।'ধোনির সঙ্গে সেই ছবিটি শেয়ার করতেই সোশ্যꦉাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। অনেকেই বিভিন্ন কমেন্ট করতে থাকেন তাঁর পোস্টে। তিনি যে প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ভক্ত নেহাত কম নয়। সবাই একবার ক্যাপ্টেন কুল𓃲ের সঙ্গে দেখা করে ছবি তুলতে। কিন্তু তাঁর দেখা পাওয়া যে বেশ ভাগ্যের ব্যপার তা অপেক্ষা রাখে না। প্রসঙ্গত কিছুদিন আগেই বাইক নিয়ে রাঁচির রাস্তায় বের হন মাহি। এক ভক্তকে পিছনে বসিয়ে গন্তব্যে নামিয়ে দেন। ভিন্টেজ কার নিয়ে হাইওয়েতে বা বন্ধুর সঙ্গে গাড়িতে করে এদিন ওদিক যাওয়া। রাঁচির রাস্তায় প্রায়ই দেখা যায় তাঁকে।