🌳 দলের সৌভাগ্য ফেরাতে এবার এক তারকা ক্রিকেটারকে আরসিবির জার্সি না পরার অনুরোধ করলেন প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। নিউজিল্যান্ডের এক সময়ের তারকা স্কট স্টাইরিস। স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম,ড্যানিয়েল ভেত্তোরিদের সঙ্গে চুটিয়ে খেলেছেন তিনি। ক্রিকেট ছাড়ার পর আর পাঁচজনের মতোই বেছে নিয়েছেন বিশেষজ্ঞ ও ধারাভাষ্য দেওয়ার কাজ।
🐻 এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে এবিডি ভিলিয়ার্সের সঙ্গে বাজি লড়েছিলেন স্টাইরিস। বলেছিলেন পঞ্জাব জিতলে এবিকে চেন্নাইয়ের জার্সি পরতে হবে, পাল্টা আরসিবি জিতলে স্কট স্টাইরিস আইপিএলের বাকি ম্যাচে বিরাটদের জার্সি পরবেন ম্যাচের দিনে। এরপর সেই ম্যাচে বেঙ্গালুরু জিতে যায়। তারপর থেকে আরসিবির প্রতিটা ম্যাচেই তাদের লাল জার্সি পরেন স্টাইরিস। উল্লেখযোগ্যভাবে, সেই ম্যাচের পর থেকে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচের একটিতেও আর জিততে পারেনি বেঙ্গালুরু।
𒐪আরও পড়ুন-মহিলাকে মারধর, নিজেকে মানসিক রোগী দাবি করেও মিলল না জামিন,আদালতেই অসুস্থ স্লেটার
⭕ বাজি জিততে গিয়ে বিষয়টি বুমেরাং হয়ে দাঁড়ানোয় এবির অনুরোধ এবার যেন বেঙ্গালুরুর জার্সি পরা বন্ধ করেন স্টাইরিস। এই বার্তার মধ্যে দিয়েই মজা করে তাঁকে দলের জন্য অপয়াই বলেছেন এবি। পাল্টা প্রোটিয়াদের তারকাকেও শর্ত দিয়েছেন ব্ল্যাক ক্যাপসদের প্রাক্তন ক্রিকেটার।
♚আরও পড়ুন-IPL 2024-'স্কোরের সামনে ৩ বসালে'…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড
⛦ এবারের আইপিএলে প্রথম সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনকি বিরাট কোহলির শতরানের দিনও হারতে হয়েছে তাঁদের। এরইমধ্যে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তো লজ্জার সীমা ছাড়িয়ে গেছেন আরসিবির বোলাররা। এক ইনিংসে দিয়েছেন ২৮৭ রান, যা আইপিএলের রেকর্ড। সকলে যখন দলের টানা খারাপ পারফরমেন্সের জন্য বোলার বা ম্যাক্সওয়েলের অফ ফর্মকে বেছে নিচ্ছেন, তখনই দলের হয়ে বহু ম্যাচ জেতানো ডিভিলিয়ার্স বেছে নিলেন অন্য কারণ। তার মনে হচ্ছে আরসিবির ম্যাচের দিন স্কট স্টাইরিস দলের জার্সি পরছে। সেই জন্যই নাকি হারতে হচ্ছে বেঙ্গালুরুর দলকে। তাই তাঁকে বিরাটদের দলের জার্সি পরা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন এবি। সরাসরি স্টাইরিসের পোস্টে এবি লিখেছেন, ‘এবার দয়া করে এই জার্সি পরা বন্ধ কর’।
♓আরও পড়ুন-IPL 2024-'সব দোষ একা হার্দিকের নয়',ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ
💧 এবি যদি রসিক হন, তাহলে ফ্লেমিংদের সতীর্থই বা বাদ যাবেন কেন। তিনিও পাল্টা শর্ত দিয়েছেন প্রোটিয়া তারকাকে। বলেছেন, ‘আমি যদি আরসিবির জন্য অপয়া হই, তাহলে বিরাটদের জার্সি পরা বন্ধ করে দেব পরের ম্যাচ গুলো থেকে। পরিবর্তে এবিকেও একদিন চেন্নাই সুপার কিংসের জার্সি পরতে হবে। কারণ প্লে অফের সময় ও আইপিএলের বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে আসবে’। স্টাইরিসের সঙ্গেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইয়ন মর্গ্যান। আরেক বিশ্বকাপজয়ী তারকা ব্রেট লিও ছিলেন অনুষ্ঠানে। তিনি তো আবার পাল্টা স্কটকে প্রশ্ন করে বসেন, আদৌ এই জার্সিটা তিনি ধুয়েছেন কিনা।