গতবছর সারা টুর্নামেন্টে ভালো খেলা সত্ত্বেও ওয়ান ডে ফর্ম্যাটের এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয় ভারতকে। শুধু গতবারই নয়, বরং তার আগে ২০১৮ সালেও অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে। এবার টি-২০ ফর্ম্যাটের এমার্জিং এশিয়া 🍨কাপে দীর্ঘদিনের ট্রফি খরা কাটানোর সুযোগ থাকছে ভারতের সামনে। উল্লেখ্য, ২০১৩ সালের উদ্বোধনী মরশুমের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
𓃲এবছর দুর্গাপুজোর ঠিক পরেই অনূষ্ঠিত হবে ছেলেদের টি-২০ এমার্জিং টিমস এশিয়া 🐟কাপ। ৮ দলের টুর্নামেন্টের গ্রুপ বিভাগ ও সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। উল্লেখযোগ্য বিষয় হল, ১৯ অক্টোবর টুর্নামেন্টে ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে।
এসিসি মেনস টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপে কোন কোন দল অংশ নিচ্ছে
এশিয়ার পাঁচট💃ি টেস্ট খেলিয়ে দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্🔯কা ও আফগানিস্তান ছাড়াও এবছর এসিসি মেনস টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপে অংশ নেবে আমিরশাহি, হংকং ও ওমান।
কোথায় অনুষ্ঠিত হবে ছেলেদের টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপ
এবছর এসিসি মেনস টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপের আসর বসবে ওমা💙নে। টুর্নামেন্টের সব ম্যাচ খেলা হবে মাসকাটের ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে। লিগ পর্বে প্রতিদিন ২টি করে ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা থেকে। দ্বিতীয় ম্যাচ খেলা হবে বিকাল ৫টা ৩০ মি🦩নিট থেকে। দু'টি সেমিফাইনাল ম্যাচও খেলা হবে একই দিনে।
কবে শুরু হবে ছেলেদের টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপ
এবছর ছেলেদের টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপ শুরু হবে ১৮ অক্টোবর। টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল ম্যাচ খেলা হবে ২৫ অক্টোবর। ২৭ অক্টোবর খে🎐লা হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
এসিসি মেনস টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপের গ্রুপ বিভাগ
এ-গ্রুপ: শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং।বি-গ্রুপ: ভারত, পাকিস্তান, আমিরশাহি, ওমান।
আরও পড়ুন:- কব𝕴ে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা
এসিসি মেনস টি-২০ এমার্জিং টিমস এশিয়া কাপের সূচি
১৮ অক্টোবর- বাংলাদেশ বনাম হংকং (দুপুর ১টা)।১৮ অক্টোবর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (⛄বিকাল 🅷৫টা ৩০)।