শুভব্রত মুখার্জি:- আসন্ন টি-২০ বিশ্বকাপের আসর শুরু হবে ১ জুন থেকে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০ টি দলকে নিয়ে। ইতিমধ্যেই একাধিক দল তাদের চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। একাধিক দল উন্মোচন করেছে তাদের বিশ্বকাপের জার্সিও।আর এবার সেই তালিকায় নাম লেখাল রশিদ খানের দেশ আফগাস্তিান। বৃহস্পতিবারেই তারা তাদের আসন্ন বিশ্বকাপের জার্সি উদ্বোধন কর𓃲ল। তবে অভিনব উপায়ে এদিন তারা তাদের জার্সি উদ্বোধন করেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো প🅠োস্ট করা হয়েছে। সেই ভিডিয়োর মধ্যে দিয়েই নিজেদের অফিসিয়াল জার্সি উদ্বোধন করেছে আফগানিস্তান।
আরও পড়ুন-IPL 2024-ধোনির এটাই শেষ মরশুম নয়, আরসিবি ম্যাচে♏র আগে বড় ব♛ার্তা প্রাক্তন সতীর্থর
ভিডিয়োটি প্রকাশ করে বলা হয়েছে আফগানিস্তান দেশের সমস্ত অঞ্চলের যে ঐক্যতা এই ভিডিয়োতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 𝐆বিভিন্ন জাতি,উপজাতি সহ অপূর্ব সুন্দর অঞ্চল লাপিস লাজুলির সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আফগানিস্তানের বিখ্যাত গম, আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্যকেও তুলে ধরা হয়েছে।ভিডিয়োতে দেখা গিয়েছে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের একাধিক শিশু সাইকেল চালিয়ে আসছেন।শহরের অলি গলির পথ তারা সাইকেল চালিয়ে পেরিয়ে পৌঁছে যান ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে রাখা রয়েছে একটি জলের পাত্র। ওই শিশুরা আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আনা এক একটি জিনিসকে ধীরে ধীরে ওই পাত্রে রাখছে।তারপর ওই পাত্রে একজন একটি গমের শিষ রাখেন।
আরও পড়ুন-সন্ত্রাস ▨না বন্ধ করলে কোনও ক্রিকেট নয়, পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের
গমের শিষ রাখার পরেই বেরিয়ে আসে অদ্ভুত আলোর ছটা। তারপর সেই পাত্র থেকে উঠে আসে আফগানদের জার্সি। হাল্কা নীল রঙা জার্সিটি উপরে উঠে আসার পরে সেই শিশুরা স্টেডিয়ামে খেলতে থাকা আফগান⛦িস্তানের ক্রিকেটারদের ডাক দেন।যাদের মধ্যে ছিলেন তারকা স্পিনার মুজিব উর রহমানও। তাঁরা এসে ওই বাটির সামনে দাঁড়ানোর পরে সমস্ত ক্রিকেটারদের গায়ে আস্তে আস্তে উঠে আসে আফগানিস্তানের নয়া জার্সি।জার্সির বুকে সাদা রঙ দিয়ে বড় বড় করে লেখা রয়েছে আফগানিস্তান।
আরও পড়ুন-IPL 2024-‘ভামিকা ভালোই ব্যাট চালাচ্ছে, তবে ক্রিকেটে আসবে কিনা’!মেয়েকে নিয়ে বিরাট𓂃ের বার্তা, ভিডিয়ো
জার্সির বুকের ডানদিকে লেখা রয়েছে টি-২০ বিশ্বকাপ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে রয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ এসিবির লোগো। গোটা জার্সিতে রয়েছে গমের শিষ আঁকা,রয়েছে আফগানিস্তানের মানচিত্র। ক্রিকেট স্টেডিয়ামে থাকা একটি জলের পাত্রে শিশুরা নিজ নিজ অঞ্চল থেকে নিয়ে আসা বিভিন্ন জিনিস রাখেন। যার মধ্যে ছিল দেশটির মানচিত্র, পাথর,গমের শীষ। সবকিছু মিলিয়ে কিছুক্ষণের মাঝেই জাদুবলে তৈ🎃রি♌ হয় দুর্দান্ত এক জার্সি।সেই জার্সি তৈরি হতেই পাশ থেকে এগিয়ে এসে আফগান ক্রিকেটাররা পাত্রের উপরে হাত দিতেই তাদের গায়ে জড়িয়ে যায় নিজ নিজ নামের জার্সিগুলো। সেই জার্সি গায়ে চাপিয়েই এরপর তারা শুরু করেন অনুশীলন। উল্লেখ্য ৪ জুন টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান দল।উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপের অভিযান।