ক্রিকেটের মাঠে দুই ভাইয়ের একই সঙ্গে একই দলের হয়ে মাঠে নামার নজির রয়েছে বিস্তর। এমনকি ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে ক্রিকেট খেলতে নামার ছবিও দে𝕴খা গিয়েছে অতীতে। দুই ভাইয়ের ভিন্ন দলের হয়ে সম্মুখসমরে নামার ছবি দেখা যায় প্রায়শই। এবার টেস্ট ক♛্রিকেটে কাকা-ভাইপোর একসঙ্গে ওপেন করতে নামার ছবি দেখল ক্রিকেটবিশ্ব।
বুধবার থেকে আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামে আফগানিস্তান। টলারেন্স ওভালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথম ইনিংসে আফগানদের হয়ে ওপেন করতে নামেন ইব্রাহিম জাদরান ও নূর আলি জাদরান। ৩৫ বছরের নূর আꦕলি জাদরান সম্পর্কে ২২ বছরের ইব্রাহিমের কাকা।
যদিও এই প্রথ💦ম নয়, বরং আফগানিস🌺্তানের হয়ে এই নিয়ে দ্বিতীয় টেস্টে তৃতীয়বার ওপেন করতে নামলেন কাকা-ভাইপো জুটি। আরও চমকপ্রদ বিষয় হল, ফেব্রুয়ারির শুরুতে কাকা নূর আলি জাদরানের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন ভাইপো ইব্রাহিম। অর্থাৎ, কাকাকে টেস্ট ক্রিকেটে স্বাগত জানান ১৩ বছরের ছোট ভাইপো।
ইব্রাহিম আফগানিস্তানের হয়ে এর আগে ৬টি টেস্ট, ৩১টি ওয়ান ডে ও ৩৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যা📖চ খেলেছেন। নূর আলি ৫১টি ওয়ান ডে ও ২৩টি আন্তর্জাতিক টি-২০ খেললেও টেস্টে নবাগত। অর্থাৎ, টেস্ট ক্রিকেটে ভাইপো তুলনায় অভিজ্ঞ কাকার থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, নূর আলি জাদরানের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে মুজিব-উর রহমানেরও। তবে মুজিব এই ম্য়াচে মাঠে নামেননি।
আরও পড়ুন:- ধরমশালায় মাঠে নামলেই টেস্টের 'সেঞ্চুরি' অশ্ব𝔍িনের, ভারতের হয়ে ১০০ টেস্ট খেলেছেন কারা?
ফেব্রুয়ারির একেবারে শুরুতে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট খেলে আফগানিস্তান। সেই টেস্টেই আফগানিস্তানের হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় নূর আলি জাদরানের। প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ইব্রাহিম শূন্য ও নূর আলি ৩১ রানে আউট হন। তবে দ্বিতীয় ইনিংসে কাকা-🌟ভাইপোর ওপেনিং জুটি ১০৬ রান যোগ করে দলের ইনিংসে। ইব্রাহিম শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১৪ রান করেন। নূর আলি করেন ৪৭ রান।
যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারেনি ইব্রাহিম ও নূর আলির ওপেনিং জুটি। কাকা নূর আলি ইনিংসের সপ্তম ওভারেই আউট হয়ে বসেন। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৭ রান করেন। প্রথম ১৫ ওভারে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে ৩৮ রান তোলে। ইব্﷽রাহিম নট-আউট ছিলেন ২৯ রানে।