বেঙ্গালুরুতে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা। ইতিমধ্যেই দ্বিতীয় দিনে উইকেট কিপিংয়ের সময় চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। যেই কারণে BCCI-এর তরফে সকালে জানিয়ে দেওয়া হয়, তৃতীয় দিন কিপিং করবেন না তিনি। ঋষভꦓের চোট খতিয়ে দেখছে মেডিক্যাল টিম। এরপরেই আবার চোট পেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। তৃতীয় দিনের শুরুতে ফিল্ডিংয়ের সময় আঙুলে আঘাত পান যশস্বী জসওয়াল। চোট এতটাই গুরুতর ছিল যে মাঠ ছাড়েন যশস্বী। তাঁর জায়গায় ফিল্ডিং করতে নামেন অক্ষর প্যাটেল।
ঘটনাটি ঘটেছিল ইনিংসের ৫৫তম ওভারের শেষ ডেলিভারিতে, যেটি তৃতীয় দিনের পঞ্চম ওভার ছিল। যখন মহম্মদ সিরাজের বল ডারিল মিচেলের ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা যশস্বী জসওয়ালের দিকে যায়, তখন ক্যাচ নেওয়ার সময় চোট পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আঙুল নাড়াতে এবং ব্যাথা অনুভব করতে দেখা যায়। তাঁর দিকে এগিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা, জানার চেষ্টা করেন তিনি ঠিক আছেন কিনা। তবে যশস্বীকে নিজের আঙুল চেপে ধরে রাখতে দেখা যায়, এরপর মেডিক্যাল টিম মাঠে এসে কিছুক্ষন চিকিৎসা করে। কিন্তু কাজের কাজ না হওয়ায় মাঠ ছাড়েন তিনি। যশস্বীর জায়গায় মাঠে ফিল্ডিং করতে আসেন অক্ষর প্যাটেল। 𝐆তবে স্লিপ পজিশনে দাঁড় করানো হয় সরফরাজ খানকে।
এটি প্রথম নয়, গতকালই চোট পেয়েছিলেন উইকেটকিপার ঋষভ পন্ত। বৃহস্পতিবার লজ্জাজনক ভাবে ৪৬ রানে অলডাউন হয়ে যায় ভারতীয় শিবির। এর পর যখন উইকেট কিপিং করছিলেন ঋষভ তখনই হাঁটুতে চোট পান ঋষভ। তাঁকেও খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। এরপর ম্যাচে উইকেট কিপিং করতে দেখা যায় ধ্রুব জুরেলকে। দ্বিতীয় দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘দুৰ্ভাগ্যবশত ঋষভের হাঁটুতে যেখানে আগে অস্ত্রোপচার হয়েছিল সেই জায়গায় বলটি লেগেছে। তাঁর হাটু সামান্য ফুলে রয়েছে। এই সময় মাসেলগুলি কোমল থাকায় সতর্কতামূলক বౠ্যবস্থা হিসেবে তাকে তুলে নেওয়া হয়’। যদিও তৃতীয় দিন খেলতে নামেননি ঋষভ। BCCI-এর তরফে বলা হয়েছে, ‘মিস্টার ঋষভ পন্ত তৃতীয় দিনে উইকেট কিপার হিসেবে খেলবেন না। তাঁ☂র চোটের উপর নজর রাখছে মেডিক্যাল টিম’।