ভারতীয় ক্রিকেট দল কয়েকদিন আগেই টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে দঃ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপের শিরোপা ১৭ বছর পর ঘরে তুলেছে ভারতীয় দল। গোটা দলই ধারাবাহিকভাবে প্রতিযোগিতায় ভালো খেলার সুবাদে দল জিতেছে। সেখানে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে তাঁর অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টি২০ বিশ্বকাপ জয় যথেষ্টই অবদান 𒅌ছিল হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ জয়ের পরই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা একে একে টি২০ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। এরপর সকলে ধরেই নিয়েছিল, এই ফরম্যাটে অধিনায়কের হটসিটে বসতে চলেছেন হার্দিক, কিন্তু সেটা হয়। পরিবর্তে এই ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সূর্যকুমার যাদবকে।
জানা যাচ্ছে, হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব খুব একটা মনে ধরেনি বিসিসি꧙আইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের। গৌতম গম্ভীরের সঙ্গে তিনি যুগ্মভাবেই সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদবের হাতে টি𒁃২০ ফরম্যাটের অধিনায়কের গুরু দায়িত্ব তুলে দেওয়ার। যে কটা সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব সূর্য করেছিলেন, তাতে খুশি বিসিসিআই। কারণ ব্যাট হাতে রানও ছিল তাঁর। বিশেষ করে গতবছর দঃ আফ্রিকায় সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব দেখে বেশ খুশি ছিলেন নির্বাচকরা।
আরও পড়ুন-যশস্বী ওপেনিং🅘 করবেনই! বিরাট-রোহিতের অনুপস্থিতিতে T20র টপ অর্ডার 🎐বেছে দিলেন কার্তিক
অজিত আগরকার এবং গৌতম গম্ভীররা ভারতীয় দলের ট🌳ি২০ অধিনায়ক নির্বাচনের আগে বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করেছেন। সেখানেই হার্দিকের অধিনায়কত্ব নিয়ে কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন তাঁরা। গুজরাট টাইটান্সে আশিস নেহরার সাহায্য পাওয়ায় হার্দিক দলকে সাফল্য এনে দিতে পারলেও মুম্বই ইন্ডিয়ান্সে মার্ক বাউচারের সঙ্গে তাঁর জুটি ছিল একদমই ব্যর্থ। সেই কারণেই ২০২৬ টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভরসা করতে পারেনি তাঁরা। আন্তর্জাতিক মানের অধিনায়ক হতে গেলে যে কোয়ালিটি লাগে, তা হার্দিকের তুলনায় সূর্যর মধ্যে বেশি রয়েছে বলেই মনে করছেন তা🌄ঁরা।
প্রসঙ্গত হার্দিক পান্ডিয়াও ভারতীয় দলকে ১৬টি টি২০ ম্যাচে এবং ♑৩টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মার অনুপস্থিতিতে। গতবছর দঃ আফ্রিকা সিরিজে সূর্যকুমার যাদব অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন, কারণ একদিনের বিশ্বকাপের সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছিলেন হার্দিক। চলতি মাসের ২৭ তারিখ পাকাপাকিভাবে টি২০ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন সূর্যকুমার য⛦াদব। জুলাইয়ের ২৭, ২৮ এবং ৩০ তারিখ পাল্লেকেলেতে হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। যদিও একদিনের সিরিজে সুযোগ পাননি তিনি।