বোলার হিসেবে বরাবরই জনপ্রিয় অস্ট্রেলিয়া পেস তারকা মিচেল স্টার্ক। বিপক্ষ দলের ব্যাটারদের হাবুডুবু খাওয়ানোর জন্য তিনি ক্রিকেট জগতে বিখ্যাত। একা হাতে তিনি বহুবার হারা ম্যাচ দলকে জিতিয়েছেন। এছাড়াও তিনি একাধিকবার পাঁচ উইকেট শিকার 🐈করেছেন। অধিকাংশ ম্যাচেই তিনি বিধ্বংসী বোলিংয়ের উদাহরণ তুলে ধরতে সফল হয়েছেন।
তবে এবার মিচেলকেই একপ্রকার সোজাসাপ্টা জবাব দিয়ে ক্♋লিন বোল্ড করে দিলেন তাঁর স্ত্রী, তথা অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ চলাকালীন মিচেল ধারাভাষ্য দিচ্ছিলেন। অজি পেস তারকা কিম গার্থ ও মেগান শুটের ওপেনিং স্পেল নিয়ে মন্তব্য প্রসঙ্গে স্ত্রী হিলি জানালেন, যে দুই বোলারই নিজেদের শক্তি অনুযায়ী বোলিং করেছেন এবং এভাবেই ওরা বল করে।
বুধবার, অর্থাৎ ৭ ফেব্রুয়া🌌রি প্রথমবার অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। কোন সাধারণ জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পায় তারা। একেবারে ৮০ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় তারা। এদিন ধারাভাষ্য করছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ম্যাচ চলাকালীন তিনি দাবি করেন যে অস্ট্রেলিয়ার দুই পেসার কিম গার্থ ও মেগান শুটের ফিল্ডিং অনুযায়ী বোলিং করা উচিত ছিল।
মিচ বলেন, 'কিম গার্থ ও মেগান শুটের বোলিং দেখলাম। বোঝাই যাচ্ছিল ওরা👍 কি করার চেষ্টা করছিল। ওদের আরো ফুল লেন্থ বোলিং করা উচিত ছিল। কারণ ফিল্ডারগুলো ওই জায়গাতেই ছিল। বিশেষ করে গার্থ দুর্দান্ত বোলিং করেছে। লাইন আর লেন্থ একেবারেই সঠিক রেখে বল করছিল। আরেকটু ফুল লেন্থ বল করলে ও উইকেট পেতে পারতো।'
যদি🦂ও জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি সরাসরি দাবি করলেন যে দলের দুই ওপেনিং বোলারই নিজেদের শক্তি অনুযায়ী বোলিং করছিল। অজি অধিনায়কের ✤বক্তব্য, 'আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে, তবে আপনি যেভাবে বলছেন সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করি ওদের আরও ফুল লেন্থে বোলিং করা উচিত ছিল। বিশেষ করে কিমি গার্থ সেটা করতেই পারতো। কিন্তু এটাই ওর প্রধান শক্তি আর ও সেই অনুযায়ী বোলিং করছিল। এছাড়া ওকে এই দায়িত্বটাও দেওয়া হয়েছে একদিক থেকে টাইট বোলিং করে রান আটকে দেওয়ার। তবে হ্যাঁ, আপনি যেদিক দিয়ে ব্যাপারটা দেখছেন, সেভাবে ধরতে গেলে তাহলে ওর আরও ফুল লেন্থে বোলিং করা উচিত ছিল।'