শ্রীলঙ্কাকে মহিলাদের টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পরিস্থিত🧸ি যা দাঁড়াল, তাতে শ্রীলঙ্কার বিদায় এবারের টি২০ বিশ্বকাপ থেকে কার্যত নিশ্চিত হয়ে গেল। আগেই লঙ্কানরা হেরেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল হারলে অজিদের বিরুদ্ধে। ব্যাগি গ্রিন্সদের মহিলা ব্রিগেড গতবার যেখানে শেষ করেছিলেন, এবার সেখান থেকেই শুরু করলেন।
অজিদের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুই ওপেনারের পারফরমেন্স ছিল দুর্বিসহ। মানে না দেখলে বিশ্বাস করা যাবে🌠 না, এতটাই খারাপ। টি২০ বিশ্বকাপের মতো মঞ্চে ১০ বল খেলে রানের খাতাই খুলতে পারলেন না এক ওপেনার বিশমি গুনারত্বে। অধিনায়ক চামারি আতাপাত্তুর অবস্থাও তথৈবছ। ১২ বলে তিনি করলেন মাত্র ৩ রান, এরপর অজি অধিনায়ক অ্যালিসা হিলির পাকা ফাঁদে পা দিলেন লঙ্কান অধিনায়ক।
আরও পড়ুন-শাংহাই মাস্টা💎র্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেন জোকারও…
ধীর গতিতে শ্রীলঙ্কার অধিনায়কের ব্যাটিং দেখে উইকেটের পিছনে থাকা অজি অধিনায়ক স্লেজিং করেন চামারি আতাপাত্তুকে। অ্যালিসা হিলি তাঁকে উদ্দেশ্য করে বলেন, এত স্লো ব্যাটিং না করে শট খেলার জন্য। তা শুনেই, পরে💟র বলে বড় শট খেলতে যান লঙ্কান অধিনায়ক। আর অ্যাশ গার্ডেনারের করা সেই বলেই আউট হন চামারি।
আরও পড়ুন-ধোনির জন্য পুরনো নিয়ম ফিরিয়েছে বোর্ড! IPL-এ আদৌ খেলবেন তো মাহি? জানা যাবে চলꦿতি 🐓মাসেই…
ঠিক কি ঘটনা ঘটেছিল?
গার্ডেনারের বল প্রথমে এসে চামারির পায়ে লাগলেও ফিল্ড আম্পায়াররা আউট দেননি। কিন্তু এক মূহূর্তও দেরি না করে অজি অধিনায়ক অ্যালিসা হিলি রিভিউ নেন। এরপরই সিদ💯্ধান্ত বদলে যায়। দেখা যায় বল স্টাম্পে লাগছে। এরপরই চা♒মারি আতাপাত্তুকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেয় আম্পায়ার। ফলে ১২ বলে ৩ রান করে দলের বিড়ম্বনা আরও বাড়িয়েই সাজঘরে ফেরেন লঙ্কান অধিনায়ক।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল-
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কান দল করে ৯৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন নিলাক্ষী ডি সিলভা। জবাবে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনিয় রান𓂃 তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৪৩ রান করেন ওপেনার বেথ মুনি। অধিনায়ক অ্যালিসা হিলি অবশ্য মাত্র ৪ রানেই আউট হয়ে সাজঘরে ফেরেন💧। অজিদের পরের ম্যাচ মঙ্গলবার নিউজিল্যান্ডের সঙ্গে, বুধবার শ্রীলঙ্কার খেলা ভারতের সঙ্গে।