ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচেরꦓ টি-২০ সিরিজে সমতা ফেরাতে পারলোনা ভারতের মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় টি-২০তেও হারের মুখ দেখতে হল হরমনপ্রীতদের। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে তুলে নিল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। অল্প রানের লক্ষ্যমাত্রা দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিল হরমনপ্রীত কৌররা, তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তবে দ্বিতীয় টি-২০ ম্যাচে দেখা গিয়েছে কিছু দুর্দান্ত মুহূর্ত। অনবদ্য ফিল্ডিং এসেছে দুই তরফ থেকেই। বিশেষ করে উপস্থিত দর্শকদের নজর কেড়েছে আমনজ্যোত কৌর ও সোফি একলেস্টোনের ক্যাচ। শুধু মাঠে উপস্থিত দর্শকদেরই নয়, এই দুই ক্যাচ প্রশংসা কুড়িয়েছে নেটিজেন থেকে ক্রিকেটপ্রেমী সকলেরই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হয়েছে দুই ক্রিকেটারের চোখ ধাঁধানো ক্যাচ এবং এতে অনেকেই মনে করছেন মহিলা ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের থেকে কোনও অংশে কম নয়।
শনিবার মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দল দ্বিতীয় টি-২০ ম্যাচটি খেলতে নামে ইংল্যান্ডের বিরুদ্ধে। এদিন ইংল্যান্ডের বোলারদের সামনে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে যায় টিম ইন্ডিয়ার ব্যা🥀টিং অর্ডার। তবে বল হাতে ইংল্যান্ডকেও হাবুডুবু খাইয়েছে ভারতীয় বোলাররা। অল্প রান তাড়া করতে নেমে একটি নয়, দꦫুটি নয়, একেবারে ৬টি উইকেট হারায় ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি এই ম্যাচে দুই দলের থেকে এসেছে কিছু দুর্দান্ত ফিল্ডিংও। ভারতের আমনজ্যোত কৌর ও ইংল্যান্ডের সোফি একলেস্টোনের ক্যাচ, সেরা দুই ক্যাচ বলে মনে করছেন সকলে। এমনকী ক্রিকেটপ্রেমী এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে শেয়ার করেছেন এই দুই ক্রিকেটারের ক্যাচও।
প্রথমটিতে দেখা গিয়েছে, ৬.৪ ওভারে সোফির বলে 'কট এন্ড বোল্ড' হন রিচা ঘোষ। নিজের বলে দ্রুত এক হাতে ক্যাচ নেওয়ার প্রশংসা করেছে সকলে। রিচা যখন প্যাভিলিয়নে ফিরে যান তখন ভারতের স্কোর ৩৪। অন্যদিকে, দ্বিতীয় ভিডিয়োটি আমনজ্যোৎ কৌরের ক্যাচ ঘিরে। ৯.৩ ওভারে সাইকার বলে আউট হন এলিস ক্যাপসি। একটি দুর্দান্ত ক্যাচ নেন আমনজ্যোত কৌর। ক্যাপসি যখন প্যাভিলিয়ন💜ে ফিরে যান তখন ইংল্যান্ডের স্কোর ৬৮। এই ক্যাচ দুটি দেখে অধিকাংশের মত, মহিলা ও পুরুষ ক্রিকেটারদেরর থেকে কোনও অংশে কম নয়। এছাড়াও আসে আরও প্রশংসনীয় কমেন্ট।
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে হরমনপ্রীত কৌরদের ব্যাট করতে পাঠায় নাইট। ১৬.২ ওভারে ৮০ রানে সবকটি উইকেট হারায় ভারত। সর্বোচ্⛦চ ৩০ রান করেন জেমিমা রড্রিগেজ। এছাড়া কোন ব্যাটারই দাঁড়াতে পারেনি ইংল্যান্ড বোলারদের সামনে। ইং♔ল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ডিন, বেল, সোফি ও গ্লেন। জবাবে রান তাড়া করতে নেমে ১১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। সর্বোচ্চ ২৫ রান করেন এলিস ক্যাপসি। এছাড়াও ন্যাট সিভার-ব্রান্ট করেন ১৬। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান রেনুকা ঠাকুর সিং ও দীপ্তি শর্মা এবং একটি করে উইকেট পান সাইকা, পূজা। ম্যাচের সেরা হন চার্লি ডিন।