আইপিএলে এখনও ট্রফি জি পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ থেকে শুরু হয়ে ২০২৪, এত বছরেও অন্যতম হাই প্রোফাইল দল হওয়া সত্বেও কখনই জিততে পারেনি তাঁরা। মাঝেমধ্যেই যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় বেঙ্গালুরুর ক্রিকেটারদের। ২০০৯ সালে ফাইনালে উঠেছিল আরসিবি। সেই ম্যাচে ডেকান চার্জার্সের বিপক্ষে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল দলের। সেদিন মাত্র ৬ রান দুরে থেমে গেছিল বিরাট কোহলিদের লড়াই। ম্যাচে একাই চার উইকেট নিয়েছিলেন সেই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধি♏নায়ক অনীল কুম্বলে। এ🐼খনও তাঁর স্মৃতিতে ভাসে সেদিনের কথা। লাস্ট ওভারে বারবার অনুরোধ করা সত্বেও তাঁর কথায় কান দেননি রবিন উথাপ্পা। শেষ পর্যন্ত দলকে হারতে হয়। সেই নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক অনীল কুম্বলে।
রাজস্থান রয়্যালসের হয়ে এবারে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের ক্রিকেট ইতিহাসে দুই অন্যতম সফল স্পিনারের নাম অনীল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ🅰্বিন। সম্প্রতি অশ্বিনের শো-তেই উপস্থিত হয়েছিলেন কুম্বলে। সেখানেই আইপিএলে আর♈সিবির কথা বলতে গিয়ে আক্ষেপ ধরা পড়ে দলের প্রাক্তন অধিনায়কের গলায়। প্রসঙ্গত কদিন আগেই অনীল কুম্বলেকে টপকে ভারতের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেটের নজির গড়েছেন অশ্বিন।
আরও পড়ুন-IPL 2024-বিরাটের কাছে এ𒐪সে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দꦚান্ত’-ভিডিয়ো
২৪ মে ২০০৯, জোহানেসবা🔯র্গে টস জিতে প্রথমেꦛ ডেকান চার্জার্সকে ব্যাট করতে পাঠিয়েছিল বেঙ্গালুরু। ৬ উইকেটে ১৪৩ রান করে হায়দরাবাদের দলটি। হার্শাল গিবস সর্বোচ্চ ৫৩ রান করেছিলেন ডেকানের হয়ে। বোলিং ওপেন করে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন কুম্বলে। মাত্র ১৬ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর রান তাড়া করতে নেমে ভ্যান ডার মারওয়ে, রস টেলরদের লড়াইয়ের পর শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। কিন্তু সেখানেই রবিন উথাপ্পার অতিরিক্ত আত্মবিশ্বাস দলের কাল হয়ে দাঁড়ায়। আর পি সিংকে পরপর স্কুপ মারতে গিয়ে বল নষ্ট করে ফেলেন রবিন, শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ হারতে হয় বেঙ্গালুরুকে। শেষ ওভারে আসে মাত্র ৮ রান।
আরও পড়ুন-IPL 2024-‘আমি গিরগꦿিটি নಞই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার
সেই ম্যাচের কথা বলতে গিয়েই তৎকালীন অধিনায়ক অনীল কুম্বলে জানাচ্ছেন, ‘ আমি বারবার বারণ করছিলেন রবিনকে, যে স্কুপ মেরো না। আরপি সিং লেন্থ বল করছে। স্কুপ মারার সুযোগ দেবে না। কিন্তু প্রথম বলেই ও স্কুপ মারতে যায়। এরপর তৃতীয় বলে আবার স্কুপ মারতে যায়। তখন আমি বলে, আমায় স্ট্রাইক দেওয়া জন্য, অন্তত আমি একটা চেষ্টা করব। শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যাই। এখনও রবিনের সঙꦡ্গে দেখা হলে ওকে বলি, তোমার ছয়টা মারা উচিত ছিল’।
আরও পড়ুন-IPL 2024-ইডেনে এসেও বল করলেন না স্টার্ক!পরের ম🌃্যাচে কি নিজের পুরোনো অস্ত্রকে𓂃 নামাবেন গম্ভীর?
সেই ম্যাচে বিরাট কোহলি খ🍸েললেও বড় রান পাননি। কিন্তু সেদিনের ম্যাচ জিতে গেলে আরসিবির সমর্থকদের এখনও ট্রফি জয়ের জন্য অপেক্ষা করতে হত না। সেই নিয়েই আক্ষেপের সুর ধরা পড়ল অনীল কুম্বলের গলায়।