রঞ্জি ট্রফির ম্যাচের কর্ণাটকের বিরুদ্ধে ভালোই লড়ছে বাংলা দল। অ্যাওয়ে ম্যাচ হলেও টপ অর্ডারের ব্যাটারদের ভালো পারফরমেন্সের সৌজন্যে কর্ণাটকের বিরুদ্ধে সমানে সমা💫নে টক্কর দিচ্ছে বাংলা দল। লক্ষ♕্মীরতন শুক্লার দল গতবার চূড়ান্ত ব্যর্থ হলেও এবারের রঞ্জির শুরুটা উত্তর প্রদেশের বিরুদ্ধে ভালোই করেছিল। যদিও মাঝে আবহাওয়ার কারণে বাংলা দলকে বিপাকে পড়তে হয়েছিল।
রঞ্জি ট্রফিতে লড়ছে বাংলা-
রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন বাংলার ওপেনার সুদীপ চ্যাটার্জি। এই মরশুমে বাংলায় প্রত্যাবর্তন করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর প্রত্যাবর্তনের পর থেকেই অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। অধিনায়ক অনুষ্টুপ মজুমদারও নির্ভরতা দিলেন কর্ণাটকের বিরুদ্ধে বাংলা দলকে। শতরান অনুষ্টুপের, অর্ধশতরান সুদীপের… ꧂প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২৪৯ রানে পা💙ঁচ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে অর্ধশতরান সুদীপের-
কর্ণাকের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা দল। তবে টস হারলেও তাতে খুব বেশি ব্যাঘাত সৃষ্টি হয়নি বাংলার ব্যাটিংয়ে। কারণ ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ৫৫ রান করেন। ওপেনার শুভমন দে এবং সুদীপ ঘরামি তেমন নজর কাড়তে ব্যর্থ হলেও অধিনায়ক অনুষ্টুপ মজুমদার এরপর ন𝓡েমে দলের হাল ধরেন 🌟তিনি সুদীপের সঙ্গে।
অনুষ্টুপ মজুমদার শতরান করলেন-
সুদীপ চ্যাটার্জির সঙ্গে জুটিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার তোলেন ১০০ রান। এরপর শাহবাজ আহমেদ নামতে, তাঁর সঙ্গেও জুটিতে ৮০ রান তোলেন অনুষ্টুপ♕। অধিনܫায়কচিত ইনিংস খেলে বাংলার অনুষ্টুপ করেন ১০১ রান। তবে এরপরই সামান্য ফোকাস নষ্ট হতেই তিনি শ্রেয়স গোপালের বলে এলবিডাব্লু আউট হয়ে যান।