ভারতীয় দলের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম রাহুল দ্রাবিড়। তিনি শুধু ভারতীয় দলের ꦐমিস্টার ডিপেন্ডেবলই নন। খেলেছেন বিশ্বকাপ ফাইনালে। অধিনায়কত্ব করেছেন বিশ্বকাপে। কোচ হিসেবে উঠেছে ওডিআই বিশ্বকাপ ফাইনালে। এছাড়াও মূকূটে রয়েছে কোচ হিসেবে টি২০ বিশ্বকাপ জয়ের নজিরও। স্রেফ খেলোয়াড় হিসেবেই নন, বাবা হিসেবেও তিনি কতটা ভালো সেটাই প্রমাণ করে দিলেন মিস্টার ড🦄িপেন্ডেবল।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত♍্𒐪মক খোঁটা দিলেন পন্টিং
টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত দ্রাবিড় দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেౠটে চেনা মুখ। তেমন তারকা না হলেও, দ্রাবিড়ের পুত্র হিসেবে এখন পারফরমেন্সের দিক থেকেও তিনি নিজের যোগ্যতায় রাজ্য স্তরের দলের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের বয়সভিত্তিক দলেও সুযোগ করে নিয়েছেন। চলতি বছরে ব্যাট হাতে ভালো পারফরমেন্সও রয়েছে তাঁর।
এবার সমিত দ্রাবিড়ের ছোট ভাই অর্থাৎ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলেও উঠে এলেন ক্রিকেটের আঙিনায়। আগেই ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। এবার তিনিই সুযোগ পেলেন বিজয় মার্চেন্ট ট্রফির কর্ণাটক দলে। আগামী ডিসেম্বর মাসের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে 𓃲এই প্রতিযোগিতা। তাঁরই ৩৫জনের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেন দ্রাবিড়ের কনিষ্ঠ পুত্র অনভয়।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজে🌜ই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
কর্ণাটকের 𝔍এই দলে তিনজন উইকেটরক্ষক ব্যাটার রয়েছে। অনভয় দ্রাবিড় ছাড়াও এই পজিশনে খেলেন অদিত্য ঝাঁ এবং জয় জেমস। ফলে তাঁদের সঙ্গে লড়াই করেই প্রথম একাদশে সুযোগ পেতে হবে তাঁকে। এর আগেও কর্ণাটকের বয়সভিত্তিক দলে খেলেছেন অনভয়। শুধু তাই নয়, অনূর্ধ্ব ১৪ দলকে অধিনায়কত্বও করেছিলেন তিনি।
আরও পড়🌄ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ꦆভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
সম্প্রতি অনভয় সবার নজরে এসেছিলেন ব্যাট হাতে দ্বিশতরানের সুবাদে। ব্যাঙ্গালোর জোনের ম্যাচে রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে করেছিলেন দ্বিশতরান। কেএসসিএ আন্ডার ১৬ ইন্টার জোনাল টুর্নামেন্টে টু𝓰মকুর জোনের বিরুদ্ধে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেন তিনি। এবার তিনি চাইবেন বিজয় মার্চেন্ট ট্রফিতেও নজর কাড়তে।