আইপিএল ২০২৪-এর ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে চারবার শূন্য রানে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। টুর্নামেন্টে সব থেকে বেশিবার শূ𓆉ন্য রানে আউট হওয়ার নজির গড়েন তিনি। এবার টি-২০ বিশ্বকাপের মঞ্চেও শূন্য রানের ভুত তাড়া করে বেড়াচ্ছে অজি অল-রাউন্ডারকে। ওমানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল্ডেಞন ডাকে মাঠ ছাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল।
সুতরাং, আইপিএলের ৯টি ইনিংস মিলিয়ে ম্যাক্সওয়েল নিজের শেষ ১০টি টি-২০ ইনিংসে ব্যাট করতে নেমে এই নিয়ে ৫ বার শূন্য রানে সাজঘরে ফেরেন। যদিও ওমানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে শূন্য রানে আউট হওয়ার জন্য ম্যাক্সওয়েলের ব্যর্থতার থেক𓄧েও ফিল্ডার আকিব ইলিয়াসের দ𒈔ক্ষতাকে দায়ি করতে হয়। কেননা, যে রকম দুর্দান্ত ক্ষিপ্রতায় শরীর ছুঁড়ে ম্যাক্সওয়েলের ক্যাচ ধরেন ইলিয়াস, তা এখনও পর্যন্ত চলটি টি-২০ বিশ্বকাপের সেরা সন্দেহ নেই।
বৃহস্পতিবার ব্রিজটাউনে ওমানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের বি-গ্রুপের ম্যাচে মাঠে নামে অস✱্ট্রেলিয়া। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অজিরা। প্রথম ইনিংসের ৮.২ ওভারে মেহরান খানের বলে শোয়েব খানের হাতে ধরা পড়েন মিচেল মার্শ। ক্যাপ্টেন আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে মাঠে নেমে এক বলেই আউট হয়ে বসেন তিনি।
৮.৩ ওভারে মেহরান খানের অফ-স্টাম্পের বাইরের ফুল লেনথ বলে কভার ড্রাইভ মারেন ম্যাক্সওয়েল। সজোরে শট নেন তিনি। বল অত্যন্ত নীচু দিয়ে হাওয়ায় ভেসে যায়। আকিব ইলিয়াস দুর্দান্ত ক্ষিপ্রতার সঙ্গে নিজের বাঁ-দিকে শরীর ছুঁড়ে দেন এবং শূন্যে ওড়া অবস্থাতেই ক্যাচ ধরে নেন। ইলিয়াসের এমন ফিল্ডিং মন্ত্রমুগ্ধ করে সকলকে। অজি ক্রিকেটারদের ফিল্ডিং দক্ষতা জগৎ প্রসিদ্ধ। এক্ষে♏ত্রে আকিব ইলিয়াস ওমানের জার্সিতে অজিদের মতো ফিল্ডিং করেন বলা চলে।
আকিবের এমন দুর্দান্ত ফিল্ডিং অস্ট্রেলিয়াকে প্রাথমিকভাবে চাপে ফেলে দিলেও তা অজিদের জন্য শাপে বর হয় বলা যায়। কেননা ম্যাক্সওয়েল আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন মার্কাস স্টইনিস। তিনি মাঠে নেমেই ব্যাট হাতে তাণ্ডব চালাতে শুরু করেন। স্টইনিস ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৬ বলে♌ ৬৭ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন।
মূলত স্টইনিসের ব্যাটিং তাꦯণ্ডবের জন্যই অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলতে সক্ষম হয়। পালটা ব্যাট করতে নেমে ওমান ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৫ রানে আটকে যায়। 𒆙৩৯ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।