মাঠে ব্যাটিং করছেন যিনি, তিনিই নাকি ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন। লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘এক্স’-এ এমনই পোস্ট করা হয়েছে বলে দাবি করলেন নেটিজেনরা। যা নিয়ে হাসাহাসি শুরু করছেন তাঁরা। যদিও যে পোস্টের ভিত্তিতে তাঁরা সেই💫 দাবি করেছেন, সেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছ♑ে। সেখানে লেখা আছে, ‘This Post was deleted by the Post author’ অর্থাৎ যিনি পোস্ট করেছেন, তিনি সেটি ডিলিট করে দিয়েছেন। তাতে অবশ্য নেটিজেনদের হাসি থামেনি।
কোন খেলোয়াড়ের ক্ষেত্রে 'এরকম ঘটনা' ঘটেছিল?
যে পোস্ট নিয়ে নেটিজেনরা হাসাহাসি করছেন, সেটা আদতে আরশাদ খানকে নিয়ে ছিল বলে দাবি করেছেন। যিনি মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৫৮ রান করেন। যা আইপিএ💎লে তাঁর প্রথম অর্ধশতরান। সেই ইনিংসের সুবাদেই একটা সময় হেরে যাওয়া ম্যাচে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল লখনউ। শেষপর্যন্ত লখনউ না জিতলেও আরশাদের ইনিংসে মুগ্ধ হয়েছেন বিশেষজ্ঞরা।
নেটিজেনের প্রতিক্রিয়া
সেইসবের মধ্যে🍨ই নেটিজেনরা দাবি করেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ লখনউয়ের তরফে একটি ছবি পোস্ট করে বলা হয় যে আরশাদের ইনিংসের প্রশংসা করছেন দলের সতীর্থরা। আর লখনউয়ের পোস্ট করা সেই ছবিতে কেএল রাহুলদের সঙ্গে ডাগ-আউট🍃ে বসে খোদ আরশাদকেই হাততালি দেখা গিয়েছে বলে দাবি করেছেন নেটিজেনরা। যা নিয়ে তুমুল হাসাহাসি করছেন তাঁরা।
আরও পড়ুন: ক্র🅘িকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস ল🎉ক্ষ্মণও
এক নেটিজেন বলেন, 'নিজের ইনিংসেই প্রশংসা করছেন আরশাদ খান।' একইস💙ুরে অপর এক নেটিজেন বলেন, ‘হায়রে। লখনউ সুপার জায়ান্টস, এখানে তো কেএল রাহুলের পাশে বসে আছেন খ♐োদ কেএল রাহুল।’ যদিও যে পোস্টের নীচে তাঁরা সেইসব মন্তব্য করেছেন, সেই পোস্টটি আর দেখা যাচ্ছে না। কারণ ওই পোস্টটি লখনউয়ের তরফে ডিলিট করে দেওয়া হয়েছে বলে ‘এক্স’-এ গেলেই দেখা যাচ্ছে।
আরশাদের প্রশংসায় ল্যাঙ্গার
মঙ্গলবারের দুর্দান্ত ইনিংসের আরাশাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লখনউয়ের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আ♏মার মতে, আরশাদ খুব, খুবই ভালো ক্রিকেটার। ও গোড়ার দিকে বল সুইং করতে পারে। ভালো ফিল্ডিং করতে পারে। ওরকমভাবে ব্যাটও করতে পারে। ক্রিকেটার হিসেবে ও একটি সম্পূর্ণ প্যাকেজের। এই টুর্নামেন্টটা দেখার সময় মনে হয়েছিল যে ওর মধ্যে প্রচুর প্রতিভা আছে। আজ (মঙ্গলবার) রাতে সেই প্রতিভার কিছুটা ঝলক দেখাল (আরশাদ)।’
আরও পড়ুন: IPL 2024-আরসিবির বিপক্ষে খেলতে পারলে প্লে অফের দৌড়🍸ে থাকতাম…কাকে খোঁচা দিলেন ঋষভ পন্ত