২০১৯ সালের অক্টোবরে শেষবার বিজয় হাজ𒆙ারে ট্রফির কোনও ম্যাচ জিতেছিল অরুণাচলপ্রদেশ। সেই মরশুমে (২০১৯-২০) সিকিম ও মণিপুরকে হারায় তারা। টুর্নামেন্টের বাকি ৭টি ম্যাচের মধ্যে ৬টি হারে অরুণাচলপ্রদেশ এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। চার বছর পরে ফের বিজয় হাজারে ট্রফির কোনও ম্যাচ জিতল তারা। রবিবার অসমক♔ে হারিয়ে ইতিহাস গড়ে অরুণাচল।
অক্ষরিক অর্থেই অরুণাচলপ্রদেশের এই জয়কে ঐতিহাসিক বলা উচিত। কেননা গত চার বছরে জাতীয় ওয়⛎ান ডে টুর্নামেন্টের একটিও ম্যাচ জেতেনি তারা। ꦍশুধু বিজয় হাজারে ট্রফিতেই নয়, বরং এই সময়ের মধ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিরও কোনও ম্যাচ জেতেনি অরুণাচলপ্রদেশ। রঞ্জিতেও মুখে আনার মতো কোনও সাফল্য নেই তাদের।
সব দল যাদের নিয়ে ছেলেখেলা করে, ত🧔াদের কাছে হেরে লজ্জায় ডুবল অসম। পচা শামুকে পা কাটা বোধহয় একেই বলে। আসলে রিয়ান পরাগ ছাড়া অসম দল কত দুর্বল, সেটা বোঝা গেল আরও একবার।
চণ্ডীগড়ে ডি-গ্র♑ুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অরুণাচলপ্রদেশ। তারা ৩৫.৪ ওভারে মাত্র ১৩৪ রানে অল-আউট হয়ে যায়। নীলম ওবি ২১, লিচা জন ২৪, অপ্রমেয় জসওয়াল ২৪, সি💛দ্ধার্থ ১১, ইয়াব নিয়া ১০ ও ইয়োরজুম সেরা ১৬ রান করেন। অসমের মুখতার হুসেন, ময়ূখ হাজারিকা ও অভিনব চৌধুরী ৩টি করে উইকেট দখল করেন।
এমন নিতান্ত ছোটখাটো লক্ষ্যমাত্র👍া তাড়া করতে নেমে অসম অসহায় আত্মসমর্পণ করে অরুণাচলের বোলারদের সামনে। তারা ২২.১ ওভারে মাত্র ১১২ রানে অল-আউট হয়ে যায়। ২২ রানে ম্যাচ জেতে অরুণাচলপ্রদেশ। বিশাল রায় ব্যাট হাতে একা লড়াই চালান। তিনি ৫৯ রান করেন। ঋষভ দাস ১৩ ও মুখতার ১৪ রানের যোগদান রাখেন। দুই অঙ্কের রান করতে পারেননি আর কেউই। শূন্য রানে আউট হন অসমের তিনজন ব্যাটার।
অরুণাচলের হয়ে ইয়াব নꦰিয়া ১০ ওভারে ৪৮ রান খরচ করে একাই ৬টি উইকেট দখল করেন। ৫.১ ওভারে ২২ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন দিব্যাংশু যাদব।
২০১৯-২০ মরশুম থেকে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলপ্রদেশের রেকর্ড:-
১. অরুণাচলপ্রদেশ ২০১৯-২০ মরশুমের বিজয় হাজারে ট্রফির ৯টি লিগ ম্যাচে মাঠে নেমে ২টিতে জয় তুলে নেয়। তারা ৬টি ম্যাচে পরাজিত হয় ꦍএবং 💧১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
২. অরুণাচলপ্রদেশ ২ꦬ০২০-২১ মরশুমের বিজয় হাজারে ট্রফির ৫টি লিগ ম্যাচে মাঠে নেমে ৪টিতে পরাজিত হয় এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
৩. অরুণাচলপ্রদেশ ২০২১-২২ মরশুমের বিজয় হাজারে ট্রফি🔴র ৫টি ল⛦িগ ম্যাচে মাঠে নেমে ৫টিতেই হেরে যায়।
৪. অ🐻রুণাচলপ্রদেশ ২০২২-২৩ মরশুমের বিজয় হাজারে ট্রফির ৭টি লিগ ম্যাচে মাঠে নেমে ৫টিতে পরাজিত হয় এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
৫. অরুণাচলপ্রꦡদেশ ২০২৩-২৪ মরশুমের অর্থাৎ চলতি বিজয় হাজারে ট্রফির এখনও পর্যন্ত ৫টি লিগ ম্যাচে মাঠে নেমে ৪টিতে পরাজিত হয় এবং অসমের বিরুদ্ধে ১টি ম্যাচে জয় তুলে নেয়।