কানপুর টেস্টের প্রথম দিনে ভালোই ব্যাটিং করল আবহাওয়া। প্রবল বৃষ্টি কখনও অন্ধকারাচ্ছন্ন আকাশের জন্য প্রথম দিনে খেলাই হল মোটে ৩৫ ওভার। বাংলাদেশ দল ৩ উইকেটে ১০৭ রান তুলতে তুলতেই প্রথম দিনের মতো খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বারবার বৃষ্টির আসছিল,ꦍ ফলে অল্প সময়ের মধ্যে খেলা শুরু করা এবং দ্রুত কভারগুলো চাপা দেওয়ার কাজটাও সহজ হচ্ছিল না। সেক্ষেত্রে পিচের পাশের আউটফিল্ড ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই বাধ্য হয়েই একপ্রকার বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ৩৫ ওভারের পরই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। তবে এইটুকু খেলার মধ্যেই নজর কাড়লেন আকাশদীপ, অশ্বিন, পন্তরা।
বল হাতে পেসার আকাশদীপ এবং রবিচন্দ্রন অশ্বিন যখন নজর কাড়লেন তখন উইকেটের পিছন থেকে বোলারদের টিপস দি♋য়ে নজর কাড়লেন ঋষভ পন্তও। কয়েক বছর আগে পর্যন্ত জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যেত, বারবারই তিনি উইকেটের পিছন থেকে বোলারদের পরামর্শ দিতে কিভাবে প꧃্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলা যায়। এক্ষেত্রে কানপুর টেস্টের প্রথম দিনে ঋষভ পন্তও করলেন সেই কাজটাই।
আরও পড়ুন-প্রথম চারদিন কমবেশি বৃষ্টিরꦑ পূর্বাভাস, কানপুরে জেতা শক্ত হতে পারে রোহিতদের
কানপুর টেস্টের প্রথম দিনে ধোনির ভূমিকায় অবতীর্ণ হলেন ঋষভ পন্ত। উইকেটের পিছন থেকে অশ্বিনকে দিলেন পরামর্শ, আর সেই পরামর্শ কাজে লাগিয়েই এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন অশ্বিন। তিনি আউট করলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। অশ্বিনের বল বারবার ফ্রন্টফুটে ডিফেন্স করছিলেন শান্ত, যা দেখে উইকেটের পিছন থেকে ঋষভ পন্ত অশ্বিনকে বলেন, ‘একে একটু আগের দিকে বল কর’। সেকথা শুনে, একটু আগের দিকে বল পিচ করান অশ্বিন, বল 🅘ভিতরে ঢুকতেই আউট ဣহয়ে যান নাজমুল হোসেন শান্ত। পন্ত নিজে বাঁহাতি হওয়ায়, নাজমুল হোসেন শান্তর ব্যাটিং টেকনিকটা দ্রুত বুঝে নিয়েই অশ্বিনকে এই টিপস দেন।
লাঞ্চের পর নবম ওভারে এই ঘটনাটি ঘটে। নাজমুল হোসেন শান্তকে আউট করেই 🐽ইতিহাসে নাম লেখান চেন্নাই টেস্টে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া অশ্বিন। ৩১ রানে সাজঘরে ফেরেন শান্ত, ভেঙে যায় ৫১ রানের ⛄জুটি। কেন সরফরাজ খান, ধ্রুব জুরেলদের পরিবর্ত হিসেবে ঋষভ পন্তের অভিজ্ঞতার ওপর ভরসা করে তাঁকে সরাসরি প্রথম একদশে সুযোগ দিয়েছিল ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট, সেটাই আরও একবার প্রমাণিত হয়ে যায়।