শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপের গ্রুপ-বি'র ম্যাচে রবিবার লাহোরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাজেভাবে হারতে হয়েছিল বাংলাদেশকে। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেটে হারের পরে আফগানিস্তানের বিরুদ্ধে ম্📖যাচ তাদের কাছে ছিল মরণ বাঁচনের ম্যাচ।
এই ম্যাচে কোনওভাবে হারলে ছিটকে যেতে হবে টু্র্নামেন্ট থেকেই। এইরকম চাপের মধ্যে লাহোরে খেলতে নেমেও এদিন দুরন্ত ব্যাটিং করেন টাইগাররা। টাইগারদের হয়ে দুরন্ত শতরান করেন মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্ত। ফলে ৩৩৪ রানের বিশাল এক স্কোꦅর করতে সমর্থ হয় তারা। ফলে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান করার পাশাপাশি একাধিক নজির গড়ে বাংলাদেশ দল।
লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে করা ৫ উইকেটে ৩৩৪ রান বাংলাদেশের ওয়ান ডে ইতিহ⭕াসে বিদেশের মাটিতে করা সর্বোচ্চ রান। এর আগে তাদের সর্বোচ্চ রান ছিল ২০১৯ সালে নটিংহ্যামশায়ারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ৮ উইকেটে ৩৩৩ রান। এই তালিকায় তিন নম্বরে রয়েছে ২০১৯ সালের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওভালে করা ৬ উইকেটে ৩৩🍸০ রান।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডে𒊎টে চোখ রাখতে ক্লিক করুন এখানে
চতুর্থ স্থানে রয়েছে ২০১৭ সালে ডাম্বুলাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে করা পাঁচ উইকেটে ৩২৪ রান। পাশাপাশি তাদের ওয়ান ডে ইতিহাসেও এক ম্যাচে সর্বাধিক র♍ান গড়ার তালিকায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি স্থান🤡 করে নিল তৃতীয় স্থানে। কাকতলীয়ভাবে বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসের প্রথম তিনটি বড় স্কোর এসেছে এই বছরেই।
প্রথম দুটি সর্বাধিক রান তারা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২ꦆ০২৩ সালে তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে করে ৩৪৯ রান। এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই বছরেই ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। আর তৃতীয় স্থানে রয়েছে লাহোরে আফগানদের বিরুদ্ধে করা ৫ উইকেটে ৩৩৪ রান।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৮ উই🦂কেটে ৩৩৩ রান। এদিন বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ করেন ১১২ রান। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তিনি। নাজমুল ১০৪ রান করে আউট হন এদিন। মূলত এই জোড়া শতরানে ভর করেই বিদেশের মাটিতে নিজেদের ওয়ান ডে ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়ে বাংলাদেশ।