রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। বলের নিরিখে ভারতের এটা সবচেয়ে বড় জয়। ২৬৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। দিনটা ছিল মহম্মদ সিরাজের। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন হ༒ায়দরাবাদের পেসার। পাঁচ বছর পর ভারত কোনও বহুজাতিক টুর্নামেন্টে ট্রফি জিতল। তাও ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের তিন সপ্তাহ আগে।
এই জয় নিঃসন্দেহে ভারতের আত্মবিশ্বাস বাড়াবে। তবে টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখবে প্লেয়ারদের চোটের তালিকা। প্রসঙ্গত, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একটি ওডিআই সিরিজ খেলবে ভারত। পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ২২ সেপ্টেম্বর থেকে মোহালিতে। দ্বিতীয় খেলা ইন্দোরে ২৪ সেপ্টেম্বর এবং ২৭ তারিখ বরোদায় তৃতীয় ওডিআই অনু🔯ষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে রবিবার কলম্বোতে রেকর্ড জয়ের পরে অক্ষর প্যাটেল এবং শ্রেয়স আইয়ারের চোট নিয়ে বড় আপডেট দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও এর আগে সতর্ক করে বলেছিলেন যে, বিশ্বকাপের এত কাছে পৌঁছে প্লেয়ারদের চোট তাদের চাপ বাড়াতে পারে। ব্যাটিং কিংবদন্তি গৌতম গম্ভীর সম্প্রতি শ্রেয়স আইয়ারের চোট নিয়ে বড় দাবি করেছেন।
ভারত🧸ের তারকা প্লেয়ার এই বছরের মার্চ থেকে চোটের জন্য দলের বাইরে ছিলেন। তিনি পিঠের নীচে ব্যথা নিয়ে বেশ ভুগেছেন। তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। যে কারণে ২০২৩ আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। ডব্লিউটিসি ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফরও মিস করেছেন। আইয়ার তাঁর অস্ত্রোপচারের পরে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবে ছিলেন। এবং পরে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা পেতে তাঁকে ফিটনেসের প্রমাণ দিতে হয়।
যাইহোক, এশিয়া কাপে মাত্র একটি ম্যাচেই খেলেছেন শ্রেয়স। নেপালের বিরুদ্ধে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। কিন্তু তার পরেই ফের পিঠের খিঁচুনি অনুভর করেন শ্রেয়স। সুপার ফোর থেকেই পুরো টুর্নামেন্ট꧑ তাঁকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালেও শ্রেয়সকে একাদশে রাখা হয়নি। গৌতম গম্ভীর রবিবার ম্যাচের শুরুতে স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনার সময়ে বলছিলেন যে, এশিয়া কাপে পারফর্ম না করতে না পারার কারণে এবং অনিশ্চিয়তার ডামাডোলে ঝুলে থাকা ব্যাটারকে বিশ্বকাপের দলে না রেখে, তাঁর পরিবর্ত খোঁজা উচিত ভারতের।
আরও পড়ুন: প্রোটিয়াদের কাছে মুখ পুড়িয়ে ODI Ranki🦂ng-এ তিনে নামল অজিরা, ফের 🍌শীর্ষে উঠল পাকিস্তান
গম্ভীরের দাবি, ‘এটি একটি উদ্বেগের বিষয়। এত দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকার পরেও, এশিয়া কাপের দলে ফিরেছিল শ্রেয়স। একটি ম্যাচ খেলেই ফের অফিট হয়ে পড়ে ও। আমি মনে করি না, এর পরে টিম ম্যানেজমেন্ট ওকে এত বড় টুর্নামেন্টের জন্য নেবে। আগাম🤡ী দিনে দেখা যাবে যে, শ্রেয়স আইয়ার বিশ্বকাপ স্কোয়াডের অংশ থাকছে না। এবং কেউ ওর স্থলাভিষিক্ত হয়েছে। সব সময়েই ফিট খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপে যাওয়া উচিত। পারফরম্যান্স একটি ভিন্ন জিনিস। টুর্নামেন্টের মাঝে হঠাৎ করে একজন খেলোয়াড়ের খিঁচুনি বা অন্য কিছু হলে, তখন সঙ্গে সঙ্গে ওর বদলি খোঁজা কঠিন হবে। তাই শ্রেয়স আইয়ার যদি এই টুর্নামেন্টে ফিট না হয়ে থাকে, তা হলে চোটের কারণে বিশ্বকাপে অংশ নেওয়া ওর পক্ষে খুবই কঠিন হবে। আমি জানি না, বর্তমানে ও কেমন ফর্মে আছে। তবে ওর ফর্ম যাই হোক না কেন, সেটা ৭-৮ মাস আগে ছিল। তার পরে ও শুধুমাত্র একটি ম্যাচ খেলেছে। তাই এটা দুর্ভাগ্যজনক।’