এশিয়া কাপে চাটার্ড বিমানের ব্যবহার, ACC-র কাছে বাড়তি ক্ষতিপূরণ দাবি করল PCB 1 মিনিটে পড়ুন Updated: 29 Nov 2023, 03:01 PM IST গত অগস্ট - সেপ্টেম্বর মাসে দুই দেশের মধ্যে এশিয়া কাপের আয়োজন করা হয়েছিল, যে কারণে বেড়েছে খরচ। চাটার্ড বিমানের ভাড়া বাবদ এবার সেই বাড়তি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি। আর এই ইস্যুতে তারা এসিসির উপর প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে। ঘটনাচক্রে এসিসির এই মুহূর্তে সভাপতি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।
এশিয়া কাপ জয়ের পর কার হাতে ট্রফি তুলে দিলেন মহম্মদ সিরাজ, চেনেন এই ব্যাক্তিকে 1 মিনিটে পড়ুন Updated: 20 Sep 2023, 06:30 AM IST ফাইনাল জয়ের পর অনুষ্ঠান মঞ্চে ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এসিসির তরফে। সেই ট্রফি সিরাজ নিজে হাতে না নিয়ে তুলে দেন সমর্থকদের কাছে একেবারে অজ্ঞাত এক ব্যক্তির হাতে! দলের ক্রিকেটার বা কোচ কোনটাই নন এই ব্যক্তি! তাহলে কে তিনি?
বাবরের সঙ্গে কি সত্যিই ঝামেলা? ছবির মাধ্যমে উত্তর শাহিনের 1 মিনিটে পড়ুন Updated: 19 Sep 2023, 10:12 PM IST রটনা রটে যায় বাবর এবং শাহিনের সম্পর্কের অবনতিরও। এই বিষয়েই এবার মুখ খুলেছেন স্বয়ং শাহিন শাহ আফ্রিদি। তিনি জানিয়ে দিয়েছেন বাবরের সঙ্গে তাঁর কোনও ধরনের কোনও সমস্যা নেই। দুজনের সম্পর্ক যে ভালো রয়েছে তাও নিশ্চিত করে দেন শাহিন।
পাকিস্তানি মুর্খগুলিদের গালে থাপ্পড়-ভারত এশিয়া কাপ জিততেই ছক্কা হাঁকালেন সুনীল 1 মিনিটে পড়ুন Updated: 19 Sep 2023, 09:51 AM IST এশিয়া কাপ জেতার পরই, ভারতীয় দলের উদ্দেশ্য একাধিক মন্তব্য দেখা দিতে শুরু করে। তার মধ্যে বেশিরভাগটাই আসে পাকিস্তান থেকে। এবার সেই সব সমালোচকদের একহাত নিলেন গাভাসকর।
হোটেলে পাসপোর্ট ফেলে রেখেই টিম বাসে রোহিত, হজম করতে হল সতীর্থদের টিপ্পনি- ভিডিয়ো 1 মিনিটে পড়ুন Updated: 18 Sep 2023, 06:03 PM IST রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের খেতাব জয়ের পরেই দেশে ফেরার বিমান ধরে টিম ইন্ডিয়া। তার আগে টিম বাসে ভারতীয় ক্রিকেটারদের হাসি-ঠাট্টার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে।
আলোচনা হচ্ছিল, ঝগড়া হয়নি- বাবর-শাহিন সংঘাত নিয়ে দাবি পাক প্লেয়ারের- রিপোর্ট 1 মিনিটে পড়ুন Updated: 18 Sep 2023, 05:31 PM IST লঙ্কার কাছে হারের পর সাজঘরে ফিরে বাবর গোটা দলের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময়ে শাহিনের সঙ্গে তাঁর শুরু হয়ে যায় তর্কাতর্কি। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই রিজওয়ান ছুটে আসেন। এগিয়ে আসেন কোচও। তখনকার মতো ঝামেলা থামলেও, দলের প্রধান বোলার এবং অধিনায়কের ঝামেলা থেকে বিপদের গন্ধ পাচ্ছেন কেউ কেউ।
বিশ্বকাপ জেতার পর বাজি ফাটিও- এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েই নয়া স্বপ্ন দেখালেন রোহিত 1 মিনিটে পড়ুন Updated: 18 Sep 2023, 01:42 PM IST আতশবাজি বিশ্বকাপের জন্য তুলে রাখতে বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর সেই সঙ্গে তিনি গোটা দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করলেন। ১২ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করলেন রোহিত শর্মা।
বিশ্বকাপের জন্য শ্রেয়সের পরিবর্ত খোঁজা উচিত- এনসিএ-কে একহাত নিলেন গম্ভীর 2 মিনিটে পড়ুন Updated: 18 Sep 2023, 11:51 AM IST শ্রেয়স এই বছরের মার্চ থেকে চোটের জন্য দলের বাইরে ছিলেন। তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। যে কারণে ২০২৩ আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। ডব্লিউটিসি ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফরও মিস করেছেন। পরে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা পেতে তাঁকে ফিটনেসের প্রমাণ দিতে হয়েছিল।
আগেই বলেছিলাম, এটা শক্তিশালী দল- ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতেই প্রশংসা সৌরভের 2 মিনিটে পড়ুন Updated: 18 Sep 2023, 10:39 AM IST এশিয়া কাপের ফাইনালে ইতিহাস লিখেছে ভারত। আর সেই ইতিহাসের নায়ক একজনই- মহম্মদ সিরাজ। আসলে দিনটাই বোধহয় ছিল সিরাজের। খেলার শুরুতেই তিনি এদিন ইতি টেনে দিয়েছিলেন। এশিয়া কাপের ফাইনালটা পুরোটাই ছিল সিরাজময়। সিরাজের দাপটেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে ভারত।