ক্রিকেটপ্রেমীদের প্রতীক্ষার অবসান। বুধবার শুরু এশিয়া কাপ ২০২৩-এর আসর। বিশ্বকাপের আগে উপমহাদেশের ৬টি দেশ নিজেদের মধ্যে লড়াইয়ে নামছে এশিয়া সেরার মুকুট মাথায় পরার লক্ষ্যে। খুশির খবর হল, টুর্নাဣমেন্টের ম্যাচগুলি দেখার জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এক পয়সাও খরচ করতে হবে না। কেননা ডিজনি প্লাস হটস্টারে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপের প্রতিটি ম্যাচের সরাসরি সম্প্রচার। আপাতত চোখ রাখা যাক এশিয়া কাপ ২০২৩ সম্পর্কিত খুঁটিনাটি🎐 তথ্যে।
এশিয়া কাপের ম্যাচগুলি কোন কোন চ্যানেলে দেখা যাবে:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-১ তামিল, স্টার স্পোর্টস-১ তামিল এইচডি, স্টার স্পোཧর্টস-১ তেলেগু, স্টার স্পোর্টস-১ তেলেগু এইচডি, স্টার স্পোর্টস-১ কান্নাড়া ও স্টার স্পোর্টস-১ কান্নাড়া এইচডি চ্যানেলে।
অন্যান্য দেশে এশিয়া কাপের ম্যাচগুলি দেখা যাবে কোন চ্যানেলে:-
পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলি। বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হবে টু𝔍র্নামেন্ট। ইংল্যান্ডে টিএনটি স্পোর্টস অ্যাপে দেখ🍒া যাবে খেলা। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস ও ফক্সটেল অ্যাপে খেলা দেখা যাবে। দক্ষিণ আফ্রিকায় এশিয়া কাপ সম্প্রচারিত হবে সুপারস্পোর্ট-এ।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
কোথায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ:-
🥀পাকিস্তান বনাম নেপাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।
কখন শুরু হবে এশিয়া কাপের ম্যাচগুলি:-
এশিয়া কাপের সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৩টে থেকে। 𒅌টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ, দ🦄ুপুর ২টো ৩০ মিনিটে।
আরও পড়ুন:- Maharaja Trophy Final: টার্গেট ছিল ২০৪, 🎐রুদ্ধ♎শ্বাস ফাইনালে শেষ ওভারে হার করুণ নায়ারদের
কোথায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ২০২৩:-
পিসিবির হাতে আয়োজনের দায়িত্ব থাকলেও এবছর এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। পাকিস্ꦺতানে খেলা হবে মোটে ৪টি ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ আয়োজন করবে শ্রীলঙ্কা।
কোন ফর্ম্যাটে খেলা হবে:-
টি-২০ ও ওয়ান ডে, পরিস্থিতি অনুযায়ী দুই ফর্ম্যাটের যে কোনও একটি🌟তে খেলা হয় এশিয়া কಌাপ। তবে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই এবছর এশিয়া কাপ খেলা হচ্ছে ৫০ ওভারের ফর্ম্যাটে।
টুর্নামেন্ট কবে শুরু ও কবে শেষ:-
৩০ অগস্ট শুরু এশি✱য়া কাপ ২০২৩। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ১৮ সেপ্টেম্বর ফাইনালের রিজার্ভ ডে নির্ধারিত রয়েছ𓆉ে। অর্থাৎ, ১৭ তারিখ ফাইনাল ভেস্তে গেলে ম্যাচটি পুনরায় আয়োজিত হবে পরের দিন।
কোন কোন দেশ অংশ নিচ্ছে এশিয়া কাপে:-
মোট ৬টি দেশ এ💮বার লড়াই চালাচ্ছে এশিয়া কাপে। এশিয়ার টেস্ট খেলিয়ে ৫টি দেশ ভারত,🌠 পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে নেপাল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।
এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ বিভাগ:-
এ-গ্রুপ: পাকিস্তান (এ-১), ভারত (এ-২) ও নেপাল।
বি-গ্রুপ: শ্রীলঙ্কা (বি-১), বাংলাদেশ (বি-২) ও আফগানিস্তান।
এশিয়া কাপের গ্রুপ ম্যাচগুলির সূচি:-
৩০ অগস্ট: পাকিস্তান বনাম নেপাল (মুলতান)।
৩১ অগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি)।
২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ভারত (ক্যান্ডি)।
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান (লাহোর)।
৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল (ক্যান্ডি)।
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (লাহোর)।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলি ও ফাইনালের সূচি:-
৬ সেপ্টেম্বর: এ-১ বনম বি-২ (লাহোর)।
৯ সেপ্টেম্বর: বি-১ বনাম বি-২ (কলম্বো)।
১০ সেপ্টেম্বর: এ-১ বনাম এ-২ (কলম্বো)।
১২ সেপ্টেম্বর: এ-২ বনাম বি-১ (কলম্বো)।
১৪ সেপ্টেম্বর: এ-১ বনাম বি-১ (কলম্বো)।
১৫ সেপ্টেম্বর: এ-২ বনাম বি-২ (কলম্বো)।
ফাইনাল (১৭ সেপ্টেম্বর): সুপার ফোরের প্রথম দল বনাম স🍸ুপার ফোরের 🍸দ্বিতীয় দল (কলম্বো)।