পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাহিন শাহ আফ্রিদির বলে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে যেভাবে বোল্ড হয়েছেন এবার সেটা নিয়েই বড় প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতার। তাঁর মতে, শাহি💯ন শাহ আফ্রিদিকে পড়তে পারছেন না রোহিত শর্মা। এবং সেই কারণেই নাকি বারবার শাহিন আফ্রিদির বলে আউট হচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শাহিন আফ্রিদির বিরুদ্ধে আবারও আউট হয়ে বেশি রান করতে পারেননি রোহিত শর্মা। তিনি কিছু ভালো শট খেললেও, শাহিনের দুর্দান্ত একটি বলে বোল্ড হন। রোহিত শর্মা ২২ বলে ২টি চারের সাহায্যে ১১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হন। এর আগেও বহুবার রোহিত শর্মাকে আউট করেছেন শাহিন শাহ আফ্রিদি।
রোহিত শর্মার এই আউট দেখে কিছুটা অবাকই হয়েছেন শোয়েব আখতার। তাঁর মতে রোহিতকে দেখলে যেমন মনে হয়েছিল তার থেকে অনেক ভালো খেলোয়াড় রোহিত শর্মা। শোয꧒়েব আখতারের মতে, শাহিন শাহ আফ্রিদির বল বুঝতেই পারছেন না রোহিত শর্মা। নিজের ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় শোয়েব আখতার বলেন, ‘আমি মনে করি না শাহিন আফ্রিদির বল বুঝতে বা পড়তে সক্ষম হচ্ছেন রোহিত শর্মা। রোহিত শর্মা যেভাবে আউট হয়েছেন তা আমি মোটেও পছন্দ করিনি। তিনি এর চেয়ে অনেক ভালো খেলোয়াড়। তিনি এর চেয়ে অনেক ভালো ব্যাটিং করতে পারেন। আমার মনে হয় সে খুব বেশি টেনশন নিচ্ছে। বৃষ্টির কারণে ম্যাচটি বেশ কয়েকবার বন্ধ হয়ে যায় এবং এতে ব্যাটসম্যানদের মন খারাপ হয় এবং মনোসংযোগ নষ্ট হয়। এর জেরে উইকেট হারান শুভমন গিল। তিনি নিজেকে মনোনিবেশ করাতে পারেননি এবং সে কারণেই তিনি এমন বাজে শট খেলে বসেন।’
জানিয়ে রাখি ভারত বনাম পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৪৮.৫ ওভারে ২৬৬ রান তোলে। তবে বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাট করার সুযোগ পায়নি এবং ম্যাচটি পরিত্যক্ত করতে হয়। ম্যাচের পরে শাহিন আফ্রিদি বলে🐬ছিলেন, ম্যাচটি যদি হত, তাহলে এই ম্যাচ পাকিস্তানই জিতত। এর মাঝেই আবার ইরফান পাঠান মজা করে নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ভাগ্যিস ম্যাচটা হল না, এর ফলে প্রতিবেশীদের অনেক টিভি ভাঙা থেকে বেঁচে গেল।