লক্ষাধিক দর্শকাসনের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির থেকে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের মজা উপভোগ করতে হলে যে ভলো মতোই টাকা খরচ করতে হবে, এটা বলে দেওয়ার প্রয়োজন হয় না। বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের টিকিটি মূল্য শুরু ২০০০ টাকা থেকে। তবে 𓄧জানেন কি, পাল্লেকেলে স্টেডিয়ামে উপস্থিত থেকে এဣশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হলে কত টাকাই ষথেষ্ট?
ক্যান্ডিতে গ্যালারির বাকেট চেয়ারে বসে খেলা দেখা ছাড়াও ঘাসের ব়্যাম্পে বসেও ক্রিকেট ম্যাচ উপভোগ করা যায়। পরিবার নিয়ে রীতিমতো পিকনিকের ম📖েজাজে ঘাসের উপর বসে খেলা দেখার ব্যবস্থা রয়েছে পাল্লেকেলেতে। স্টেডিয়ামের নির্দিষ্ট কয়েকটি জায়গায় এমন মনোরম পরিবেশে বসে ভারত-পাক ম্যাচের উত্তাপে গা সেঁকতে হলে খুব বেশি টাকা খরচ করতে হবে না ক্রিকেটপ্রেমীদের।
এশিয়া কাপের আয়োজক পিসিবি পাল্লেকেলের এই ঘাসের ব়্যাম্পের নির্দিষ্ট কয়েকটি জায়গায় বসে খেলা দেখার জন্য বিশেষ টিকিটের বন্দোবস্ত করেছে। সঙ্গে দুর্দান্ত অফারও রয়েছে। ভারত-পাক ম্যাচের জন্য এই বিশেষ টিকিটের মূল্য ধার্য্য করা হয়েছে ১৫০০ শ্রীলঙ্কান রূপি বা শ্রীলঙ্ক꧋ার মুদ্রায় ১৫০০ টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, এই পরিমাণ অর্থে ভারতে অনুষ্ঠিত কোনও আন্তর্জাতিক ম্যাচে মাঠে ঢোকা কার্যত অসম্ভব। এত কম টাকায় স্টেডিয়ামে ঢুকে আইপিএল ম্যাচও দেখা যায় না। কেননা ভারতীয় মুদ্রায় ৩৮৮ টাকাতেই পাল্লেকেলের এই টিকিট হাতে পেতে পারেন দর্শকরা।
এশি�🐈�য়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
শুধু ভারত-পাকিস্তান ম্যাচেই নয়, বরং ৪ সেপ্টেম্বরের ভারত বনাম নেপাল ম্যাচেও এই বিশেষ টিকিটও পাওয়া যাবে। দুর্দান্ত অফার হল এই যে, কেউ যদি ভারত-পাকিস্তান ও ভারত-নেপাল, ২টি ম্যাচেরই টিকিট একসঙ্গে কিনতে চান, তবে তিনি টিকিটের মূল্যে বড়সড় ছাড় পাবেন। ২টি টিকিট একসঙ্গে কিনতে হলে ২৫৬🦩০ শ্রীলঙ্কান রূপিই যথেষ্ট। অর্থাৎ, ৪৪০ এলকেআর ছাড় দেওয়া হচ্ছে ২টি টিকিটের একত্রিত মূল্যে। ভারতীয় মুদ্রায় ৭৭৬ টাকার বদলে ৬৬২𓆉 টাকা খরচ করলেই এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ২টি গ্রুপ ম্যাচের খেলা দেখা যাবে স্টেডিয়ামে প্রবেশ করে।
অনলাইনে নয়, বরং সরাসরি 𝄹কাউন্টারে গিয়েই এই টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। অর্থাৎ, কেউ চাইলে ম্যাচের দিন লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সোজা স্টেডিয়ামে ঢুকে পড়তে পারবেন। ক্যান্ডির অ্যাবিথা গ্রাউন্ড বক্স অফিসে মিলছে এই টিকিট। এখন দেখার যে, মুলতানের পাকিস্তান-নেপাল ম্যাচের মতো অর্ধেক খালি স্টেডিয়ামে ম্যাচ খেলতে হয় কিনা টিম ইন্ডিয়াকে।