অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যচে পাকিস্তানে൲র বাবর আজমকে বেশ ট্রোলিং করল ম্যাচ 🐈দেখতে আসা ভক্তরা। এমনিতেই ম্যাচ ছিল রুদ্ধশ্বাস। সেই ম্যাচে পাকিস্তানকে শেষ পর্যন্ত হারিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। মাঠে এবং মাঠের বাইরের অনবদ্য লড়াইয়ে এই ম্য়াচের পারদ চড়চড় করে বেড়ে যায়।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন 💖তারকার…
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেই পাকিিস্তান দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম ফিল্ডিং করতে এসেছিলেন বাউন্ডারি লাইনের কাছে। সেখানে আসতেই তাঁকে একদল দর্শক একের প🎉র এক কটাক্ষ ছুঁড়তে থাক🦄েন। যেটা শুনে বেশ বিরক্ত হতে দেখা যায় বাবর আজমকে। এরপর তিনি তাঁদের দিকে তাঁকিয়ে একবার রেগে গিয়ে দেখেনও।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় 🦂অনুশীলন꧃ে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা টি২০ ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ম♏ালিককে উদ্দেশ্য করে দর্শকদের বলতে শোনা যায়, ‘টি২০ মে তেরি জাগাহ নেহি বনতি অর্থাৎ টি২০তে তোর জায়গা পাওয়াই উচিত নয়। পাকিস্তানে ফিরে যাওয়া উচিত এখনই সিরিজ ছেড়ে ’। এরপরেও তাঁরা ক্যাচ মিসের জন্য বা𒁏রবার বাবরকে খোঁচা দিতে থাকেন।
সেই ম্যাচে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল ম্যাচ জিতে নেয় ১৩ রানে। সোমবার ছিল সিরিজের শেষ টি২০ ম্যাচ। সেখানে বাবর অবশ্য ভালো ইনিংস খেলেন এবং আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে সেই সব স🎀মালোচককে একদম মোক্ষম জবাব দেন।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবার🌳ে নতুন অতিথি! ৩ থে⛄কে ৪ হলেন…
আসলে ব্যাট হাতে বাবর আজমের সময়টা অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না। ব্যাটে রান নেই তাঁর। একদমই ছন্দে ছিলেন না টেস্টেও। পাকিস্তানের দল থেকে বাদ পড়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেও বাবর আজমের ব্যাট থেকে সেই ফর্ম এখনও আসেনি। আর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায়, বাবরের ফর🌺্ম নিয়ে বেজায় চিন্🔯তায় টিম ম্যানেজমেন্ট।